Daffodil International University
Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: safayet on March 02, 2018, 01:10:00 PM
-
ফেসবুক মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ স্প্যাম মেসেজ প্রতিরোধ করতে নতুন পদক্ষেপ নিয়েছে। ব্যবহারকারীকে স্প্যাম মেসেজ ঠেকাতে নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপের ২.১৭.৪৩০ সংস্করণে যোগ করা হতে পারে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
স্প্যাম মেসেজ হলে, কোনো বিশেষ উদ্দেশ্যে কোনো ব্যক্তির অন্য অনেক ব্যক্তির কাছে পাঠানো মেসেজ।
বিভিন্ন অ্যাপের নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো ওয়াবেটাইনফো ওয়েবসাইটের তথ্যমতে, একজন স্প্যামার সাধারণত একসাথে অনেক গ্রাহককে লক্ষ্য করে স্প্যাম পাঠায়। এসব মেসেজে অপ্রত্যাশিত বিজ্ঞাপন ও ভুয়া সংবাদের লিংক থাকে, যা প্রায়ই কনটাক্ট লিস্টের অন্য গ্রাহকদের মেসেজ পাঠাতে অনুরোধ করে।
ওয়াবেটাইনফো জানিয়েছে, নতুন ফিচারটির মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রাহককে কোনো মেসেজ বেশিসংখ্যক বার পাঠানো হলে গ্রাহক তা জানতে পারবে। তবে প্রয়োজনে যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রাহক একই মেসেজ বেশিসংখ্যক মানুষের কাছে পাঠাতে চান, সেক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহককে ব্রডকাস্ট লিস্ট ফিচার ব্যবহার করতে হবে।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি এখনো বেটা সংস্করণে রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে চালু হলে আইওএস ও অ্যান্ড্রয়েডচালিত উভয় ধরনের ডিভাইসে নতুন ফিচারটি ব্যবহার করা যাবে।
-
thnx
-
Nice post.