Daffodil International University

Faculty of Engineering => Textile Engineering => Topic started by: Reza. on March 14, 2018, 09:15:35 PM

Title: An educational fable.
Post by: Reza. on March 14, 2018, 09:15:35 PM
একটি মধ্যযুগীও গল্প।
এক লোক সুখে শান্তিতে বসবাস করতেছিলো। এসময় তার কুপ্রবৃত্তি এসে তাকে বললঃ তুমি তোমার দাস কে মেরে ফেলো।
সে বললঃ আমার দাস খুব প্রভুভক্ত - তাকে মারব কেন?
কুপ্রবৃত্তি বললঃ তাহলে তোমার স্ত্রীকে প্রহার কর।
সে বললঃ তার কোন দোষ খুজে পাই না - তাকে প্রহার করার প্রশ্ন উঠে না।
কুপ্রবৃত্তি তখন অনুনয় করে বললঃ তাহলে তুমি মদ খাও। আমার এই শেষ একটি অনুরোধ রাখ।
লোকটি বলল ঠিক আছে - এটা মনে হয় কারো কোন ক্ষতি করবে না। সে তখন মদ খেতে লাগলো।
তার স্ত্রী আসলো তাকে বাঁধা দিতে। সে তাকে প্রহার করল। তার দাস তাকে বাচাতে এলো - সে তাকে মেরে ফেলল।
আপাত দৃষ্টিতে যা নিরীহ মনে হয় - তা আসলে অনেক ক্ষতির কারণ হতে পারে।
(আমরা সবাই এক বাক্যে স্বীকার করি যে সামাজিকতা ও আধ্যাত্মিকতা আমাদের জীবনে অনেক মুল্যবান জিনিষ। এদের ছাড়া আমাদের জীবন মূল্যহীন। এদের বিসর্জন দেওয়ার প্রশ্ন উঠে না।
কিন্তু আমরা মানুষেরা এখন অর্থনৈতিক ব্যাপারে আপোষহীন। আমরা হয়ত আমাদের সামাজিক ও আধ্যাত্মিক জীবন সরাসরি হত্যা করি না। আপাত দৃষ্টিতে নিরীহ অর্থনৈতিক জীবনকে অতি গুরুত্ব দিয়ে আমাদের অন্যান্য গুনাবলি বিসর্জন দিতেছি। আমরা আমাদের অর্থনৈতিক জীবন কে অতি জীবিত রাখতে এদেরকে যে বিসর্জন দিতেছি তা কে আমাদের বলবে?)

(আমার ফেসবুক পোস্ট থেকে নেওয়া।)