Daffodil International University
Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: safayet on March 17, 2018, 01:18:02 PM
-
ডিজিটাল ম্যাগাজিন সেবা 'টেক্সচার' অধিগ্রহণ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান অ্যাপল।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট আর্স টেকনিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টেক্সচার সেবার মাধ্যমে প্রতি মাসে একজন পাঠক আইওএস, উইন্ডোজ, অ্যামাজন ও অ্যান্ড্রয়েড ডিভাইসে ২০০টির বেশি ম্যাগাজিনের আর্টিকেল পড়ার সুযোগ পেয়ে থাকেন।
আর্স টেকনিকার প্রতিবেদন উল্লেখ করা হয়, অধিগ্রহণের পরও টেক্সচার অ্যাপটির উপযোগিতা থাকবে অ্যান্ড্রয়েড সংস্করণে।
২০১০ সালে বাজারে আসে টেক্সচার। ডিজিটাল ম্যাগাজিনের এই প্ল্যাটফর্মটি ‘নেটফ্লিক্স অব ম্যাগাজিন পাবলিশিং’ নামে পরিচিতি পায়। তবে সেটি নেটফ্লিক্সের মতো জনপ্রিয়তা কখনোই পায়নি।
অ্যাপলের মিউজিক স্ট্রিমিং সাবস্ক্রিপশন সেবাটি আগে থেকেই চালু রয়েছে। অ্যাপল ছাড়াও গুগল ও অ্যামাজনের ডিজিটাল ম্যাগাজিনের নিউজস্ট্যান্ড রয়েছে।