Daffodil International University

Faculty of Allied Health Sciences => Public Health => Topic started by: rumman on March 19, 2018, 01:21:41 PM

Title: Appetite prostate cancer diagnosis
Post by: rumman on March 19, 2018, 01:21:41 PM
একটা প্রযুক্তি যেমন অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, একই রকমভাবে তা অনেক মানুষের কর্মসংস্থান বিলুপ্তও করে দিতে পারে। আবার একটা প্রযুক্তি মানুষের কাজকে সহজও করে দিতে পারে। সম্প্রতি চীনের গবেষকরা যে সফটওয়্যার বানিয়েছেন, তা প্যাথলজিস্টের কাজকে অনেক সহজ করে দেবে সন্দেহ নেই; প্যাথলজিস্টের সংখ্যাও কমাতে পারে। তাঁদের দাবি, নতুন সফটওয়্যারটি খুব নিখুঁতভাবে প্রস্টেট ক্যান্সার শনাক্ত করতে পারে।

গবেষকরা খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, প্রস্টেট ক্যান্সার নির্ণয়ে তাঁদের এই প্রযুক্তি যেকোনো প্যাথলজিস্টের চেয়ে নির্ভুল সিদ্ধান্ত দিতে সক্ষম। গবেষকরা বলছেন, অনেক জায়গায় দক্ষ প্যাথলজিস্টের অভাবে প্রস্টেট ক্যান্সার নির্ণয় করা সম্ভব হয় না। সেসব জায়গায় এই প্রযুক্তি থাকলে দক্ষি প্যাথলজিস্ট না থাকলেও চলবে।

এই প্রযুক্তি আবিষ্কারের পেছনে রয়েছেন চীনের নানজিং ইউনিভার্সিটির একদল গবেষক। সম্প্রতি কোপেনহেগেনে ‘ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব ইউরোলজি কনফারেন্সে’ এ প্রযুক্তির বিস্তারিত তুলে ধরা হয়। তাতে গবেষকরা জানান, প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত ২৮৩ জন রোগীর ওপর তাঁরা এই প্রযুক্তি ব্যবহার করে সফল হয়েছেন।

উল্লেখ্য, এই ক্যান্সার পুরুষদের বেশি হয়। প্রতিবছর বিশ্বে এই ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১১ লাখ। প্রচলিত পদ্ধতি অনুযায়ী, এ রোগ নিশ্চিত হতে প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তির শরীর থেকে কোষ নিয়ে পরীক্ষা (বায়োপসি) করা হয়। এরপর দক্ষ প্যাথলজিস্টই শুধু বলতে পারেন, প্রস্টেট ক্যান্সার হয়েছে কি না।

Source: সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
Title: Re: Appetite prostate cancer diagnosis
Post by: imran986 on April 03, 2018, 09:41:41 AM
Nice to know sir!