Daffodil International University

Faculties and Departments => Business & Entrepreneurship => Topic started by: fahmidaemran on March 28, 2018, 04:06:21 PM

Title: আমাদের জীবনটা একটা #হিসাববিজ্ঞানের বই।
Post by: fahmidaemran on March 28, 2018, 04:06:21 PM

আমাদের জীবনটা একটা #হিসাববিজ্ঞানের বই।
 
আমাদের জীবনটা একটা #হিসাববিজ্ঞানের বই।আর আমাদের এই জীবনে ঘটে কতই না #ঘটনা। সকল ঘটনা মনে রাখা যায় না। কারন সকল ঘটনা #লেনদেন নয়। কিন্তু সকল লেনদেন গুলো ঘটনা। আর এই লেনদেনগুলোকেই ভালভাবে হিসাব করতে হবে।

জীবনের সকল কাজকর্ম হল #জাবেদা। ভুল-ভ্রান্তি নিয়েই জীবন। চলার পথে কখনো ভুল ভ্রান্তি হলে #ভুল-সংশোধনী জাবেদার মাধ্যমে ঠিক করতে হয়। ভালবাসা হল #খতিয়ান। যা কখনো কখনো দুতরফা দাখিলা পদ্ধতিতে বা একতরফা দাখিলা পদ্ধিততে হয়ে থাকে। বিয়ে হল #নগদান বইয়ের মতো একদিকে প্রাপ্তি অন্যদিকে প্রদান।
সংসার হল #ব্যাংক সমন্বয় বিবরণী একে অন্যের সাথে মিল মিশ করে নেয়া।

এই সংসারে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের মত নানাবিদ বিপদ-আপদ আসে। সুখ-দুঃখ আসে হিসাবচক্রের মত। জীবনের সকল দুঃখ-কষ্ট হল #রেওয়ামিল।

আর জীবনে চলার পথে হিসাববিজ্ঞানের মতো জীবনের #নীতিগুলোকেই সঠিকভাবে মানলেই জীবন সুন্দর হয়ে উঠে।
অবশেষে মৃত্যু হল #চুড়ান্ত হিসাব।
আর সবশেষে মৃত্যুর পর হবে #আখিরাতের কার্যপত্র।
[Collected]
Title: Re: আমাদের জীবনটা একটা #হিসাববিজ্ঞানের বই।
Post by: Raisa on April 29, 2018, 07:28:12 PM
good one !
Title: Re: আমাদের জীবনটা একটা #হিসাববিজ্ঞানের বই।
Post by: Farhananoor on April 30, 2018, 12:48:23 PM
You are correct.
Title: Re: আমাদের জীবনটা একটা #হিসাববিজ্ঞানের বই।
Post by: kamruzzaman.bba on April 30, 2018, 02:09:37 PM
Interesting :)
Title: Re: আমাদের জীবনটা একটা #হিসাববিজ্ঞানের বই।
Post by: tasnim.eee on May 09, 2018, 04:26:35 PM
Thank you for sharing such important information.