Daffodil International University
DIU Activities => Permanent Campus of DIU => Topic started by: Reza. on April 02, 2018, 11:16:57 PM
-
একেবারে ছোটবেলায় কোথাও গেলে অনেকেই অনেক আদর করে কোলে তুলে নিতেন। আমরা যখন ছোট থাকি তখন সবারই এই অভিজ্ঞতা হয়েছে আমি নিশ্চিত। এর পর কিছুটা বড় হলে কোলে তোলা বাদ। কিন্তু আদুরে গলায় অনেকেই কথা বলতেন। আরো কিছু পরে ছোটরা কেউ কেউ ভাই বা ভাইয়া বলে ডাকা শুরু করে। অনেক দিনই ভাইয়া ডাকটা শুনে যেতে হয়। এর পর আঙ্কেল। তার পর চাচা। অর্থাৎ আমাদের বয়স বেড়েই চলে। অথচ এর জন্য আমরা কোন চেষ্টা বা কোন কাজ করিনা। বরঞ্চ বয়স কমিয়ে রাখতে চাই। পোশাক, কথা বার্তা, চাল-চলন এমনকি চুলে কালার দিয়েও আমরা বয়স হওয়াকে ঠেকিয়া রাখতে পারি না। কিছুই করতেছি না কিন্তু বয়স বেড়ে চলতেছে। এ এক অন্য রকম অভিজ্ঞতা।
কিছুই করেননি কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স কি বেড়ে চলে? আপনি পড়াশুনা না করেই কি পরের ক্লাসে উঠে গেছেন কখনো?
আমরা না চাইলেও এই যে আমাদের বয়স বেড়ে চলে এইটা কি আমাদের ভাবায় না? আমরা ভাবি আমরা সব কিছু কত ভাবে সামাল দিয়ে রাখতেছি। কিন্তু আমরা সবাই এক অদৃশ্য সুতোয় বাধা আছি। সুতোয় টান পড়লে সব ছেড়েছুড়ে আমাদের পরপারে চলে যেতে হয়। আর যিনি আমাদের সুতোয় বেধে রেখেছেন তিনিই আমাদের যা কিছু অর্জন সব কিছু দিয়েছেন। আমাদের চেহারা, গলার স্বর, উচ্চতা, দেহের গড়ন, গায়ের রঙ, দেহের শক্তি, সুস্থতা এসবের কোনটাই আমরা নিজেরা নির্ধারণ করতে পারি না।
আল্লাহ আমাদের ক্ষমা করুন ও আমাদের জীবন আরো সুন্দর করে দিন এই কামনা করি।
(আমার ফেসবুক পোস্ট থেকে নেওয়া।)