Daffodil International University
DIU Activities => Permanent Campus of DIU => Topic started by: Reza. on April 08, 2018, 10:19:48 PM
-
লেখালেখি নিয়ে ভাবতেছিলাম। এখন এই ইলেক্ট্রনিক মিডিয়ার যুগে লেখালেখি ও তার প্রচার খুব সহজ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গুগুলে কোন টপিক লিখে সার্চ দিলেই পেয়ে যাচ্ছেন ওই টপিকের অজস্র লেখা, ইমেজ বা ভিডিও। এখন কিছু লিখে তা লুকিয়ে রাখাই কঠিন একটি ব্যাপার। আমার নিজের নাম লিখে গুগুলে সার্চে দিয়ে দেখলাম আমার ইউনিভার্সিটির প্রোফাইল, ফেসবুক ও লিঙ্কড ইন প্রোফাইল এমনকি ইমেজ অপশনে আমার নিজের ছবি চলে আসলো।
আমাদের রি ইউনিয়নের একটি ভিডিও ইউটিউবে আপ্লোড করেছিলাম। দেখলাম সেইটিও চলে আসতেছে।
কথা হল তথ্যের এই অবাধ প্রবাহের যুগে আমরা পে করে কতটুকু তথ্য পেতে চাই। সঠিক ভাবে বললে আমরা একেবারেই পে করতে চাই না। আমার মতে যেসব লেখা গুগুলে সার্চ করা মাত্র চলে আসে - সে গুলোর পাঠক সংখ্যা অনেক বেশী। এবং যেসব লেখার ওপেন এক্সেস থাকে সেই গুলো অনেক বেশী চ্যালেঞ্জিং। কেননা সবাই ওই লেখাগুলো পড়তে পারে ও বেশী মানুষ পড়া মানে তার ভুল ধরা পড়ার সম্ভাবনাও বেশী।
অপরপক্ষে যেসব জার্নালের লেখা পে করে পড়তে হয় - স্বাভাবিক ভাবেই তার পাঠক সংখ্যা কম।
আমার পয়েন্ট হল অনেক ভাল লেখারও ওপেন এক্সেস থাকতে পারে। তাই কি লেখা হল কি নিয়ে লেখা হল - সেইটাই সব থেকে গুরুত্বপূর্ণ। কোথায় প্রকাশিত হল এইটা বিচার্য বিষয় হিসেবে গৌণ একটি ব্যাপার।
আমার মতে একটি লেখা পূর্ণ ভাবে পড়ে তার পর লেখাটি সম্পর্কে মতামত দেয়া উচিৎ। সেটি যেখানেই প্রকাশিত হোক না কেন।
-
বর্তমানে যে কোন কিছু জানতে হলে সবাই প্রথমে গুগুলে সার্চ করে। তাই যেসব লেখা গুগুলে সার্চ দেয়া মাত্র চলে আসে তাদের গুরুত্ব অনেক বেশী।