Daffodil International University
Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: zonaydorrahman on April 09, 2018, 10:24:31 AM
-
সরকারের ডিজিটাল পদ্ধতিতে প্রত্যেক পদে পদে জবাবদিহিতার ফলে চাইলেই সবসময় সবকিছু গোপন করা সম্ভব নয়। কোননা কোন জায়গায় আপনাকে ধরা দিতেই হবে। একটা পরিসংখ্যান মতে আগামী ২০২০ সালের পরে সরকারী কর্মকর্তাদের মধ্যে একটা প্রজন্ম পরিবর্তন হবে। এই প্রজন্মটা ৩য় ও ৪র্থ প্রজন্মের সংমিশ্রণে গঠিত হবে, যারা অপেক্ষাকৃত বেশী দূরদর্শী চিন্তাধারার হবে। হ্যাঁ সবাই হয়তো ভাবছেন ঘুষ খাওয়ার প্রবনতা কখনো কমবেনা কারন এটা আমাদের রক্তে মিশে গেছে। তবে এই প্রজন্ম ঘুষ খাবে ঠিকি, কিন্তু তাদের পেশা ও দেশের কথা চিন্তা করে খাবে।
এখনকার কিছু কিছু কর্মকর্তা আছে যারা যোগ্য চেয়ারে বসেছেন, আমি বঝাতে চাচ্ছি তারা যে বিষয়ে জানেন সেই কাজে যোগ দিয়েছেন। ফলে গাঁজাখুরি হিসাব যেটাকে বলে সেটা সে চাইলেও করতে পারে না কারন সে তা সম্পর্কে জানে। সে জানে প্রতিটা সিদ্ধান্তের ফলশ্রুতি কতদূর, যার ফলে ভবিষ্যৎ ভাবনা থেকে হলেও সে হিসাবটাকে সর্বচ্চ সহনশীল পর্যায় রাখে। যার ফলে কেউ চাইলেও খুব বেশী কিছু করতে পারবেনা।
তাই সরকারি রাজস্ব জমা দেওয়ার জন্য প্রস্তুত হউন।
-
Everybody should be aware of this.
-
The government should also simplify the system of tax payment and recognize the contribution of each tax payer so that taxpayers feel encouraged.
-
Tax matter always complected all over the world, because it is biggest source of fund of government
-
its our responsibility.
-
And we need to be more responsible about that
-
:o :o