Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Anuz on April 23, 2018, 09:16:51 AM
-
বিরাট কোহলির নেতৃত্বে, আগামী বছর বিশ্বকাপে ফেভারিট টিম ইন্ডিয়া। বিরাটের দলের ব্যাটিং গভীরতা এবং বোলিং শক্তির নিরিখেই এমন ভবিষ্যদ্বাণী করছেন ২০১১ সালে বিশ্বকাপজয়ী বীরেন্দ্র শেবাগ।
শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে শেবাগ জানান, " একদিনের ক্রিকেটে আমাদের যা দল, তাতে আমরাই ফেভারিট, ২০১৯ সালে বিশ্বকাপ জিতব। আপনারা এটা বিশ্বাস করেন না? নিশ্চিতভাবে আমরাই ফেভারিট।" পাশাপাশি বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জেতার ব্যাপারেও বিরাটের দলের ওপর আস্থা রাখছেন শেবাগ। এ প্রসঙ্গে তিনি বলেন, "এই দল ভারতের বাইরে টেস্ট সিরিজ জেতার ক্ষমতা রাখে। যে কোনও পরিস্থিতিতে এরা পারফর্ম করতে পারে। নির্বাসনের কারণে এবার অস্ট্রেলিয়া দলে নেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার ব্যাপারে এগিয়ে থাকবে ভারত।"