Daffodil International University
IT Help Desk => Telecom Forum => Topic started by: Sultan Mahmud Sujon on October 08, 2011, 08:35:54 PM
-
আমদের জীবনে সেল ফোন এখন অনেক গুরুত্বপূর্ণ । কিন্তু মাঝে মাঝে আমরা অনেক বেশী ব্যস্ত থাকি । তখন কারও ফোন ধরার সময় হয় না বা ধরতে বিরক্ত লাগে। তাই বাধ্য হয়ে আপনি সেল ফোনটি বন্ধ করে দেন।পরে আপনার মিসকল এলার্টের সুবিধার্থে জানতে পারেন কে কে আপনাকে কল করেছিল।কিন্তু তখন যদি আপনার ফোনটি ওপেন রাখা জরুরী হয় তাহলে কি করবেন ?
উপায় আছে..আপনার ফোন ওপেন থাকবে..কিন্তু কেউ কল করলে জানবে বন্ধ এবং আপনি তাৎক্ষনিক এস এম এস এর মাধ্যমে জানতে পারবেন কে কল করতেছে ।
উপায়
1. আপনার মিসকল এলার্ট সার্ভিস চালু থাকতে হবে
2. Call divert option এ গিয়ে Divert all Voice Call - Active করুন 790 নম্বরে
এখন অন্য নম্বর দিয়ে আপনার নম্বরে কল করে চেষ্টা করুন ।
বি:দ্র: আমার এয়ারটেল দিয়ে এভাবে করেছি..আপনারা চেষ্টা করে দেখুন।