নেভালের পাড়ে
আমি যদি কবি হতাম
আজ এই ক্ষণে একটা কবিতা লিখতাম,
আমি যদি গীতিকার হতাম
আজ এই ক্ষণে একটা গান লিখতাম,
নেভালয়ের এই সমুদ্র তীর
আজ আমার মন ভোলালো।
খালি নাও আর মস্ত জাহাজ
সাথে নেভালের পেঁয়াজুর ঝাঁজ
সব মিলে পেলাম এক অপরূপ সাধ।
দূর ঐ পাহাড় পানে
আছি আমি শুধু তাকিয়ে
যেন এক অজানা মোহ আছে সেই স্থানেতে।
সে পাহাড় যেন ডাকছে আমায়
ডাকছে সে এ কোন মায়ায়?
ইচ্ছে করে হারিয়ে যেতে
জ্বল স্থলের এই প্রকৃতিতে।
----------
চট্টগ্রামের নেভালের পাড়ে বসে নেভালের বিখ্যাত পেঁয়াজু খেতে লেখা অনুভূতি।