Daffodil International University

Science & Information Technology => Technology => Technology News => Topic started by: Anuz on April 29, 2018, 01:36:49 PM

Title: যে কারণে ৮ মিলিয়ন ভিডিও মুছে ফেলেছে ইউটিউব!
Post by: Anuz on April 29, 2018, 01:36:49 PM
বর্তমান ইন্টারনেট জগতের একটি অত্যন্ত জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট যা এর সদস্যদের ভিডিও আপলোড, দর্শন আর আদান-প্রদানের সুবিধা দান করে আসছে। এই সাইটটিতে আরো আছে ভিডিও পর্যালোচনা, অভিমত প্রদান সহ নানা প্রয়োজনীয় সুবিধা। সম্প্রতি ইউটিউব কতৃক নির্ধারিত কমিউনিটি নীতিমালা না মানায় তিন মাসে ৮৩ লাখ ভিডিও মুছে ফেলেছে ইউটিউব। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে কিছু ভিডিও নিয়ে অনেক অভিযোগ আসায় ইউটিউব কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয় বলে ত্রৈমাসিক 'এনফোর্সমেন্ট প্রতিবেদন' এ জানানো হয়েছে।

ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, যৌনতাপূর্ণ ভিডিও সরাতে তিন মাসে ৯১ লাখ অনুরোধ পেয়েছিলেন তারা। অন্যদিকে ঘৃণা ছড়ানো বক্তব্য বা অবমাননাকর ভিডিও পোস্টের অভিযোগও এসেছিল ৪৭ লাখ। ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, ৬৭ লাখ ভিডিওকে ফ্ল্যাগ দেখিয়ে মডারেটরদের কাছে পাঠানো হয়। পরে ভিডিওগুলো মুছে ফেলা হয়। কিন্তু এর ৭৬ শতাংশই মডারেটর ছাড়া আর কেউ দেখেননি। এছাড়া সরিয়ে ফেলা ভিডিও আবার আপলোড করা হচ্ছে কিনা তা ধরতে ভিডিওগুলোর বিশেষ তথ্য রেখে দেয়া হয়েছে।