Daffodil International University

Entertainment & Discussions => Travel / Visit / Tour => Topic started by: Anuz on April 30, 2018, 09:46:53 PM

Title: ‘অলৌকিক ফুল’ দেখতে উৎসুক জনতার ভিড়!
Post by: Anuz on April 30, 2018, 09:46:53 PM
প্রতিদিনের ন্যায় খুব ভোরে মাঠে আসেন রহিম মিয়া। আজও এসেছেন তেমনি। তবে মাঠে এসেই কলা ক্ষেতের মধ্যে বেড়ে ওঠা ‘অলৌকিক ফুলটি’ তার নজরে আসে। গাছ ছাড়া এত বড় ফুল দেখে চমকে ওঠেন রহিম মিয়া। মাটি ভেদ করে শুধুই ফুল ফুটে আছে। রহিম মিয়া এতো বড় ফুল আগে কখনো দেখেননি। গাছ ছাড়া ফুলটি দেখে তিনি ভয় পেয়ে যান। দ্রুত বাড়ি ফিরে গিয়ে ফুলের বিষয়ে সবাইকে বলেন। এতে চারদিকে জানা জানি হয়ে পড়ে।
ফুল দেখতে ছুটে আসে এলাকার লোকজন। সবাই এসে দেখছে আর বলছে এত বড় ফুল, ক্যামনে হলো, কিভাবে হলো, নানান জনের নানান কথা। ফুলটি ফুটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের পূর্বপাড়া মাঠে।