Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Islam => Namaj/Salat => Topic started by: abbas on May 03, 2018, 03:47:28 PM
-
হযরত সালমান রদিয়াল্লহু আ’নহু (سلْمان رضى الله عنْه) বর্ণনা করেন যে, রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম এরশাদ করিয়াছেন, মুসলমান যখন উত্তমরূপে ওযু করিয়া পাঁচ ওয়াক্ত নামায আদায় করে তখন তাহার গুনাহসমূহ এমনভাবে ঝরিয়া পড়ে যেমন এই (গাছের) পাতাগুলি ঝরিয়া পড়িতেছে। অতঃপর তিনি কুরআন পাকের এই আয়াত তিলাওয়াত করিলেন–
وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ ۚ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ۚ ذَٰلِكَ ذِكْرَىٰ لِلذَّاكِرِينَ
অর্থঃ (হে মুহা’ম্মাদ,) আর আপনি দিনের দুই প্রান্তে ও রাত্রির কিছু অংশে নামাযের পাবন্দী করুন, নিঃসন্দেহে নেক কার্যাবলী মন্দ কার্যসমূহকে দূর করিয়া দেয়, ইহা হইতেছে (পরিপূর্ণ) নাসীহাত নাসীহাত মান্যকারীদের জন্য। (সূরা হুদঃ ১১৪) (মুসনাদে আহমাদ)
ফায়দাঃ কোন কোন আ’লেমের মতে দিনের দুই প্রান্তের দ্বারা দিনের দুই অংশ বুঝানো হইয়াছে। অতএব প্রথম ফযরের নামায ও দ্বিতীর অংশের দ্বারা যুহর ও আ’সরের নামায উদ্দেশ্য। রাত্রির কিছু অংশে নামাযের দ্বারা মাগরীব ও ইশার নামায আদায় করা উদ্দেশ্য। (তাফসীরে ইবনে কাসীর)