Daffodil International University

IT Help Desk => Use of PC => Topic started by: Sultan Mahmud Sujon on October 09, 2011, 08:54:19 AM

Title: উইন্ডোজ ৭ এর স্টার্ট মেনুতে রান যোগ আর আরো দ&
Post by: Sultan Mahmud Sujon on October 09, 2011, 08:54:19 AM
দুইটা টিপস উইন্ডোজ ৭ এর স্টার্ট মেনুতে রান যোগ আর আরো দ্রত উইন্ডোজ চালু করা
আমি জানিনা এই টিউনটি আগে হয়েছে কিনা। যদি হয় তাহলে ক্ষমা করে দিবেন।
১*উইন্ডোজ ভিসতা ও উইন্ডোজ ৭ এর স্টার্ট মেনুতে রান যোগ করুন
উইন্ডোজ ভিসতা ও উইন্ডোজ ৭ এর স্টার্ট মেনুতে রান অপশনটি নেই কিন্তু অনেক কাজেই রান মেনু ব্যবহার করতে হয় । তাই স্টার্ট মেনুতে রান যোগ করতে চাইলে নিচের নিয়ম অনুসরণ করুন ।
প্রথমে রান ওপেন করুন । রান ওপেন করতে উইন্ডোজ লোগো কী প্রেস করে ধরে রেখে R প্রেস করতে হবে । এবার রান এ gpedit.msc লিখে এন্টার করুন । এখন User Configuration > Administrator Templates > Start Menu and Taskbar এ গিয়ে ডান পাশের মেনুগুলো থেকে Add the Run command to the Start Menu অপশন এ ডান ক্লিক করে Properties এ যান ও Enable করে Ok করে বের হয়ে আসুন ।
২* আরো দ্রত উইন্ডোজ চালু করা (Start Windows More Faster)
কম্পিউটার (উইন্ডোজ) চালু হবার সময় বিভিন্ন সফটওয়্যার, নেটওয়ার্ক ফোল্ডার, প্রিন্টার, শেয়ার ফাইল এবং শিডিউল টাস্ক চালু হবার ফলে কম্পিউটার চালু হতে অনেক সময় লাগে| আপনি চাইলে এগুলো বাদ দিয়ে দ্রুত উইন্ডোজ চালু করতে পারেন| এজন্য-
1. প্রথমে কন্ট্রোল প্যানেল থেকে ফোল্ডার অপশন খুলুন|
1. এবার View ট্যাব থেকে Automatically search for network files and folders চেক বক্স আনচেক করুন|
1. Geviরানে গিয়ে রেজিষ্টি এডিটর খুলে HKEY_LOCAL_MACHINE \Software\Microsoft\Windows\CurrentVersion\ Explorer\RemoteComputer\NameSpace এর D6277990 -4C6A-11CF-8D87-00AA0060F5BF নির্বাচন করে ডিলিড করে ফেলুন|
4. এবার উইন্ডোজ পুনরায় চালু করলে দেখবেন উইন্ডোজ আগের চেয়ে অনেক বেশী দ্রুত খুলছে|
এই রকম আরও কিছু টিপস আছে এই গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন।