Daffodil International University

IT Help Desk => Use of PC => Topic started by: Sultan Mahmud Sujon on October 09, 2011, 09:14:34 AM

Title: কম্পিউটার “হ্যাং” করা সমস্যা থেকে মুক্তি নù
Post by: Sultan Mahmud Sujon on October 09, 2011, 09:14:34 AM
● কম্পিউটার “হ্যাং” করা সমস্যা থেকে মুক্তি নিন সহজেই !!! (ছোট্ট একটি টিপস্)
অনেক সময় এমন হয় আপনি কম্পিউটারে কাজ করছেন দেখা গেল হঠাৎ করে কম্পিউটারের প্রোগ্রাম’টি থেমে গেছে কাজ করছে না। যাকে বলা হয় হ্যাং হয়ে যাওয়া। ম্যাসেজ দেখায় Not Responding তারপর আর কোন উপায় থাকে না বাধ্যতামূলক হ্যাং হওয়া প্রোগামটি বন্ধ করতেই হবে।

এটা সবার কাছেই চরম বিরক্তিকর। আজই মুক্তি নিন এই বিরক্তকর জামেলা থেকে।

এর জন্য প্রথমে আপনাকে Start > Run (Winkey + R) থেকে regedit লিখে Enter চাপুন। তারপর HKEY_CURRENT_USER > Control Panel > Desktop এ যান।
এবার ডানপার্শ্বের AutoEndTask অপশনে ডাবল ক্লিক করুন এবং এখানে Value data হিসাবে 0-এর পরিবর্তে 1 লিখুন। OK দিয়ে বের হয়ে আসুন।
ব্যাস হয়ে গেল… এখন আর হ্যাং হবে না।