Daffodil International University
IT Help Desk => Use of PC => Topic started by: Sultan Mahmud Sujon on October 09, 2011, 09:41:13 AM
-
অপসারনযোগ্য ডিস্ক থেকে রাইট প্রটেকশন দূর করুন
ইদানিং আমাদের পেন ড্রাইভ ও মেমোরি কার্ড ভাইরাসের কারণে রাইট প্রোটেক্ট হয়ে যায়। যার ফলে আমরা পেন ড্রাইভ বা মেমোরি কার্ডে কোনো ফাইল লোড করতে পারি না। আসুন দেখি কিভাবে আপনার পেনড্রাইভ থেকে রাইট প্রোটেকশন দূর করবেন।
প্রথমে স্টার্ট-এ গিয়ে রান-এ ক্লিক করুন। এরপর regedit লিখে দিয়ে এন্টার চাপুন, তখন registry editor ওপেন হবে।
এবার অনুসরণ করুনঃ
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies
যদি আপনার `registry editor’তে StorageDevicePolicies না থাকে, তাহলে এখান http://www.troublefixers.com/wp-content/uploads/Miscellaneous/add.bat
থেকে একটি ব্যাট ফাইল ডাউনলোড করুন। তারপর ফাইলটির উপর ডাবল ক্লিক করুন। এবার রান-এ গিয়ে দেখুন StorageDevicePolicies এসেছে। তারপর Write protect এর উপর ডাবল ক্লিক করুন। এবার ভেলো ডাটাতে 0 লিখে দিয়ে ok করুন। কম্পিউটার রিস্টার্ট করুন। এবং আপনার পেন ড্রাইভ পুনরায় কম্পিউটাের সংযুক্ত করুন। দেখবেন হয়তো আপনার কাজ হয়ে গেছে।
কোনো উপকার পেলে দয়া করে জানাবেন।