Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Football => Topic started by: shafeisnine on May 10, 2018, 02:23:36 PM

Title: জয় ও গোলের রেকর্ড গড়া সিটিকে ডাকছে পয়েন্টের রেকর্ড
Post by: shafeisnine on May 10, 2018, 02:23:36 PM
লিগ শিরোপা আগেই নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। কাল ব্রাইটনকে ৩-১ গোলে হারিয়ে দুটি রেকর্ডও গড়েছেন পেপ গার্দিওলার শিষ্যরা। সত্যিই এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ সিটির জন্য যেন ‘সোনায় সোহাগা।’

ব্রাইটনের বিপক্ষে এবার লিগে ৩১তম জয়ের মুখ দেখল সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের এক মৌসুমে এটাই সর্বোচ্চসংখ্যক ম্যাচ জয়ের রেকর্ড। তবে এই টুর্নামেন্টের পুরোনো সংস্করণ (প্রথম বিভাগ) বিবেচনায় নিলে সিটি ভাগ বসিয়েছে টটেনহামের ৫৮ বছর আগের এক রেকর্ডে। ১৯৬০-৬১ মৌসুমে টটেনহামও জিতেছিল ৩১ ম্যাচ।

গোল করায় এবার রেকর্ড গড়েছেন গার্দিওলার শিষ্যরা। ব্রাইটনের জালে গোল করেছেন দানিলো, বের্নাদো সিলভা ও ফার্নান্দিনহো। এই তিন গোল নিয়ে এবার লিগ সিটির মোট গোলসংখ্যা ১০৫। ইংলিশ প্রিমিয়ার লিগের এক মৌসুমে এটাই কোনো দলের সর্বোচ্চ গোল। এ পথে তাঁরা টপকে গেল ২০০৯-১০ মৌসুমে চেলসির ১০৩ গোলের কীর্তিকে।

কিন্তু সিটির এখানেই শেষ নয়। তাঁদের সামনে রয়েছে আরও একটি মাইলফলক। ৩৭ ম্যাচে দলটির সংগ্রহ দাঁড়াল ৯৭ পয়েন্ট। ইংলিশ প্রিমিয়ার লিগে এক মৌসুমে এটাই সর্বোচ্চ পয়েন্ট অর্জনের নজির। তবে টুর্নামেন্টটির পূর্বের সংস্করণ বিবেচনায় নিলে ১৯৭৮-৭৯ মৌসুমে লিভারপুলের ৯৮ পয়েন্ট থেকে তাঁরা পিছিয়ে। কিন্তু তারপরও অনন্য এক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে সিটির।

আর এক ম্যাচ জিতলেই ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়বে সিটি। রোববার নিজেদের শেষ ম্যাচে সাউদাম্পটনকে হারাতে পারলেই এই মাইলফলক গড়বে গার্দিওলার দল। কিন্তু সেই ম্যাচে ইয়া ইয়া তোরেকে দেখা যাবে না। ইংলিশ ক্লাবটির জার্সিতে কাল নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন মৌসুম শেষে ইতিহাদ ছাড়া ঘোষণা দেওয়া এই মিডফিল্ডার।
Source: http://www.prothomalo.com/sports/article/1485976/%E0%A6%9C%E0%A7%9F-%E0%A6%93-%E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%97%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1