Daffodil International University

Faculties and Departments => Business & Entrepreneurship => Real Estate => Topic started by: Rashed_019 on October 12, 2011, 08:12:01 PM

Title: আমিন মোহাম্মদ ল্যান্ডসকে ১০ লাখ টাকা জরিম
Post by: Rashed_019 on October 12, 2011, 08:12:01 PM
আমিন মোহাম্মদ ল্যান্ডসকে ১০ লাখ টাকা জরিমানা

পরিবেশ আইন লঙ্ঘন করে আবাসন প্রকল্প করার অভিযোগে আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্টসকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালককে পরিবেশ অধিদপ্তরে তলব করে বুধবার অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ জরিমানা করেন।

দেশে আবাসন প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্টস অন্যতম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড ঢাকার মান্ডা, মাতুয়াইল ও দক্ষিণগাঁও এলাকায় ভূমি ভরাট করে একটি আবাসন প্রকল্প গড়ে তোলে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী আবাসন প্রকল্প একটি লাল শ্রেণীভুক্ত প্রতিষ্ঠান, যার বিপরীতে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক।

"পরিবেশগত ছাড়পত্র ছাড়া আবাসন প্রকল্পের জন্য জমি ভরাট/ভূমি উন্নয়ন কাজ ওই আইনে দণ্ডনীয়। এই প্রতিষ্ঠানটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়মিতকরণ না করে প্রকল্পের ভৌত অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০০৬ সালে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তারা এর জবাব দেয়নি।"

মান্ডা, মাতুয়াইল ও দক্ষিণগাঁও এলাকায় প্রতিষ্ঠানটির প্রকল্পভূক্ত জমির পরিমাণ ১৪৮ একর বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক পরিবেশ আইন লঙ্ঘনের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে পরিবেশ আইন মেনে পরিবেশ সম্মতভাবে আবাসন প্রকল্প গড়ে তোলার অঙ্গীকারনামা দেন।

‍"প্রতিষ্ঠানকে দ্রুত সব নিয়মনীতি অনুসরণ করে পরিবেশ ছাড়পত্র গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।"