Daffodil International University
General Category => Common Forum => Topic started by: Md. Nazmul Hasan on May 14, 2018, 03:04:38 PM
-
স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি এসব পনির রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে বিক্রি হচ্ছে। প্রতিদিন ২২০০ লিটার দুধের জোগান দিয়ে আর্থিকভাবে সচ্ছল হয়েছেন ওই এলাকার অনেক দুগ্ধখামারি। ঠাকুরগাঁওয়ের নিশ্চিন্তপুরের মাসুমা খানম গরুর দুধ থেকে পনির তৈরি করে এভাবেই নিজের স্বচ্ছলতার পাশাপাশি এলাকার দুগ্ধখামারীদের দুঃখ দুর করেছেন।
ক্ষুদ্র ঋণ নিয়ে এই নারী উদ্যোক্তার অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসাবে তাঁকে ‘শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা’ বিভাগে পুরস্কৃত করেছে বিশ্বের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান সিটি গ্রুপের মানবকল্যাণমুখী সংগঠন সিটি ফাউন্ডেশন।
রাজধানীর ওয়েস্টিন হোটেলে আজ শনিবার সিটি ফাউন্ডেশন আয়োজিত ‘১৩তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে বন ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের হাত থেকে এ পুরস্কারের সাড়ে চার লাখ টাকার চেক ও ক্রেস্ট গ্রহণ করেন মাসুমা খানম।
এ বছর ‘শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা’ বিভাগে প্রথম রানার-আপ পাবনার মো. সিরাজুল ইসলাম এক লাখ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপ ফেনীর মো. সলিম উদ্দিন এক লাখ টাকা পুরস্কার পান।
এ ছাড়া ‘শ্রেষ্ঠ নারী ক্ষুদ্র উদ্যোক্তা’ বিভাগে ফরিদপুরের ফার্নিচার শিল্পী খালেদা আক্তার ৩ লাখ ৫০ টাকা, প্রথম রানার-আপ বগুড়ার মিলি খাতুন এক লাখ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপ হবিগঞ্জের জাকিয়া আফরিন মুক্তা এক লাখ টাকা পুরস্কার পান।
‘শ্রেষ্ঠ তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা’ বিভাগে বিজয়ী কুষ্টিয়ার ভেড়ামারার পোলট্রি খামারি মো. শাহিনুর রহমান ৩ লাখ ৫০ হাজার টাকা, প্রথম রানার-আপ মেহেরপুরের মোছা. সাহিদা খাতুন ১ লাখ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপ ঢাকার উম্মে শায়লা রুমকী ১ লাখ টাকা পুরস্কার লাভ করেন।
‘শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা’ বিভাগে বিজয়ী হিসেবে সাতক্ষীরা কলারোয়ার রঙিন মাছ চাষি মো. সাইফুল্লাহ্ গাজী ৩ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার পান। মাত্র ছয় জোড়া রঙিন মাছ নিয়ে শুরু করা এই হ্যাচারি মালিক স্থানীয় চাহিদা মিটিয়ে এসব রঙিন মাছ বিদেশেও রপ্তানির স্বপ্ন দেখছেন। একই বিভাগে প্রথম রানার-আপ কুষ্টিয়ার বিউটি বেগম ১ লাখ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপ রাঙামাটির শ্যামল বসু ১ লাখ টাকা পুরস্কার পান।
এ ছাড়া সৃজনশীল ক্ষুদ্রঋণ সংস্থা বিভাগে বিজয়ী হয়েছে নোয়াখালীর বেসরকারি সংস্থা সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা। এ ছাড়া বছরের সেরা ক্ষুদ্রঋণ সংস্থা বিভাগে বিজয়ী হয়েছে মমতা নামের একটি ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে আরলিংকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও এই পুরস্কারের উপদেষ্টা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন রোকিয়া আফজাল রহমান, সিটি এন এ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও দেশীয় কর্মকর্তা এন. রাজাশেকারান (শেখর), সাজেদা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদা ফিজ্জা কবির, ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের নির্বাহী পরিচালক মো. আব্দুল আউয়াল, পুরস্কারের উপদেষ্টা পরিষদ এবং বাছাই কমিটির সম্মানিত উচ্চপদস্থ সদস্যরা উপস্থিত ছিলেন।
সিটি ফাউন্ডেশনের অর্থায়নে সিটি ব্যাংক এনএ ২০০৫ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে। সিটিব্যাংক এনএ ছাড়াও সাজেদা ফাউন্ডেশন ও ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের (সিডিএফ) উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।