Daffodil International University
Faculty of Engineering => Textile Engineering => Topic started by: Reza. on May 14, 2018, 06:48:32 PM
-
দেখতে চাইলাম পৃথিবীর বিখ্যাত নেতাদের। গুগুলে সার্চে লিখলাম ফেমাস ওয়ার্ল্ড লিডারস অফ হিস্টোরি। আসলো জুলিয়াস সিজার, মহাত্মা গান্ধী, উইন্সটন চার্চিল, জন এফ কেনেডি এদের নাম। বর্তমানের সব থেকে প্রসংসিত ও আলোচিত মাহাথির মোহাম্মদ।
ভেবে দেখলাম এদের সবাই এবস্ট্রাক্ট জিনিসের জন্য বিখ্যাত হয়েছেন। তারা তাদের দেশের মানুষকে যা দিয়েছেন তা ধরা যায়না বা দেখা যায়না। এদের প্রতি মানুষের বিশ্বাস অবিচল। এরা মানুষের মনে আন্দোলন তৈরি করেছেন। কেউ রাস্তা ঘাট বা ফ্লাই ওভার তৈরি করে জীবন ব্যয় করেননি। তারা মানুষের মনের যে উন্নয়ন ঘটিয়েছেন বা যে পথ বাৎলে দিয়েছেন তাতে পরে তাদের দেশের রাস্তা ঘাট ফ্লাই ওভার একা একাই হয়ে গেছে।
নেতা মানে যারা মানুষকে সঠিক পথে চালিত করেন। যারা স্বপ্ন দেখাতে পারেন। যারা মানুষকে অন্যায় ও দুর্নীতি থেকে মানুষকে সঠিক ন্যায়ের পথে নিয়ে আসেন।
দেশ বা মানুষকে টাকা বা অর্থ দিয়ে স্বাবলম্বী করা যায় না। রাস্তা ঘাট কন্সট্রাকশন করেও উন্নয়ন করা যায় না। স্বাবলম্বী করা যায় তার স্বপ্নকে সঠিক পথে পরিচালিত করে। এবং মানুষকে যারা স্বপ্ন দেখাতে পারে তারাই আসল নেতা। অন্যরা শুধুই রাজনীতির পেশাজীবী।
(আমার ফেসবুক স্ট্যাটাস থেকে নেয়া।)
-
Nice Writing, sir
-
Thank you.
-
মানুষের মনে স্বপ্ন তৈরি করতে পারলে বাকিটা সে নিজেই করে নেয়।
-
good
-
Good one Sir.
-
Thank you.