Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Mousumi Rahaman on May 17, 2018, 11:20:02 AM

Title: রোজ এক বাটি দই খান আর ডাক্তারকে ভুলে যান!
Post by: Mousumi Rahaman on May 17, 2018, 11:20:02 AM
১. ওজন হ্রাস পায়: একেবারে ঠিক শুনেছেন! প্রতিদিন দই খাওয়া শুরু করলে হজম ক্ষমতার উন্নতি ঘটতে শুরু করে। সেই সঙ্গে ওজন হ্রাসের প্রক্রিয়া এতটাই জোর কদমে চলতে থাকে যে দেহের ইতি-উতি মেদ জমার আশঙ্কা যায় কমে। তাই তো বলি বন্ধু, অতিরিক্তি ওজনরে কারণে যদি চিন্তায় থাকেন, তাহলে নিয়মিত দু-কাপ করে দই খেতে ভুলবেন না যেন!

২. ক্যান্সারের মতো রোগকে দূরে রাখে: বেশ কিছু গবেষণায় দেখা গেছে দইয়ে উপস্থিত ল্যাকটোব্যাসিলাস এবং স্ট্রেপটোকক্কাস থ্রেমোফিলাস নামক দুটি ব্যাকটেরিয়া শরীরের অন্দরে ক্যান্সার সেলের জন্ম আটকে দেয়। ফলে স্বাভাবিকভাবেই ক্যান্সারের মতো মারণ রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না। রাত্রি ৩ টের সময় একা একা বাড়ির বাইরে বা অন্ধকার জায়গায় যাওয়া উচিত নয় কেন জানেন? রাস্তায় তৈরি এই ৯ টি খাবার খেয়েছেন কি মরেছেন! মাটিতে বসে খেলে শরীরের কতটা উপকার হয় জানা আছে? Featured Posts

৩. হজম ক্ষমতার উন্নতি ঘটে: বেশি কিছু গবেষণায় দেখা গেছে দইয়ে এমন কিছু উপাদান রয়েছে যা পাকস্থলিতে হজমে সহায়ক ভাল ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা নেয়। সেই কারণেই তো বদ-হজম এবং গ্যাস-অম্বলের সমস্যা কমাতে দই খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। প্রসঙ্গত, পৃথক একটি গবেষণায় দেখা গেছে পেপটিক আলসার হওয়ার পিছনে দায়ি এইচ পাইলোরি নামক ব্য়াকটেরিয়াকে মেরে ফলতেও দইয়ের কোনও বিকল্প হয় না বললেই চলে। সেই কারণেই তো পেপটিক আলসারের চিকিৎসায় দইয়ের অন্তর্ভুক্তির পিছনে সাওয়াল করে থাকেন বিশেষজ্ঞরা।

৪. স্ট্রেসের মাত্রা কমে: বেশ কিছু গবেষণায় দেখা গেছে দই খাওয়ার পর আমাদের মস্তিষ্কের অন্দরে এমন কিছু পরিবর্তন হয় যে মানসিক চাপ এবং অ্যাংজাইটি কমতে শুরু করে। প্রসঙ্গত, বর্তমান সময়ে যেসব মারণ রোগগুলির কারণে সব থেকে বেশি সংখ্যক মানুষের প্রাণ যাচ্ছে, তার প্রায় সবকটির সঙ্গেই স্ট্রেসের যোগ রয়েছে। তাই তো নিয়মিত দই খাওয়ার প্রয়োজনয়ীতা যে বেড়েচে, সে বিষযে কোনও সন্দেহ নেই।

 ৫. হার্টের কর্মক্ষমতা বৃদ্ধি পায়: রক্তে খারাপ কোলেস্টরল বা এল ডি এল-এর মাত্রা কমানোর পাশাপাশি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা নেয় দই। তাই তো নিয়মিত এই দুগ্ধজাত খাবারটি খেলে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে। তাই তো পরিবারে যদি কার্ডিওভাসকুলার ডিজিজের ইতিহাস থাকলে দইকে সঙ্গ ছাড়ার ভুল কাজটি করবেন না যেন!

৬. রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে: দইয়ে উপস্থিত উপকারি ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করার পর রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে দেয় যে সংক্রমণ থেকে ভাইরাল ফিবার, কোনও কিছুই ধারে কাছে ঘেঁষতে পারে না। ফলে সুস্থ জীবনের পথ প্রশস্ত হয়।

৭. দুধের আদর্শ বিকল্প বলা যেতে পারে: এমন অনেকই আছেন যারা একেবারে দুধ খেতে পারেন না। কারও গন্ধ লাগে, তো কারও বমি পাই। এই ধরনের সমস্যাকে ল্যাকটোজ ইনটলারেন্স বলা হয়। প্রসঙ্গত, দুধ থেকে দই হওয়ার সময় ল্যাকটোজ, ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যায়। ফলে দই খেলে না গা গোলায়, না বমি পায়।

৮. ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়: দইয়ে পরিমাণ মতো বেসন এবং অল্প করে লেবুর রস মিশিয়ে যদি মুখে লাগাতে পারেন তাহলে ত্বক নিয়ে আর কোনও চিন্তাই থাকে না। আসলে দইয়ে থাকা জিঙ্ক, ভিটামিন ই এবং ফসফরাস এক্ষেত্রে বিশেষ ভূমিকা পলন করে থাকে। প্রসঙ্গত, এই ফেস প্যাকটি সপ্তাহে কম করে ২-৩ বার লাগালে দারুন উপকার মেলে।

৯. হাড়ের জন্য খুব উপকারি: দুধের মতো দইয়েও রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম। এই দুটি উপাদান দাঁত এবং হাড়ের স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই বুড়ে বয়সে গিয়ে যদি অস্টিওআর্থ্রাইটিসের মতো রোগ আক্রান্ত হতে না চান, তাহলে এখন থেকেই নিয়মিত দই খাওয়া শুরু করুন। এমনটা করলে দেখবেন উপকার মিলবেই মিলবে।

l
Title: Re: রোজ এক বাটি দই খান আর ডাক্তারকে ভুলে যান!
Post by: masudur on May 19, 2018, 03:08:30 PM
আজকেই দই কিনে নিচ্ছি।
Title: Re: রোজ এক বাটি দই খান আর ডাক্তারকে ভুলে যান!
Post by: Nusrat Jahan Bristy on May 20, 2018, 11:16:40 AM
Nice post...
Title: Re: রোজ এক বাটি দই খান আর ডাক্তারকে ভুলে যান!
Post by: Nusrat Jahan Bristy on May 23, 2018, 11:25:45 AM
 :)
Title: Re: রোজ এক বাটি দই খান আর ডাক্তারকে ভুলে যান!
Post by: Mousumi Rahaman on June 02, 2018, 02:26:53 AM
ha ha ha... @Masudur Sir
Title: Re: রোজ এক বাটি দই খান আর ডাক্তারকে ভুলে যান!
Post by: Abdus Sattar on June 02, 2018, 07:26:31 AM
আমি মাঝে মাঝে খাইতাম এখন বাড়াইতে হইবে বুঝছি।
Title: Re: রোজ এক বাটি দই খান আর ডাক্তারকে ভুলে যান!
Post by: Emran Hossain on June 03, 2018, 09:57:23 AM

Yes

A lot of thanks for this healthy post
Title: Re: রোজ এক বাটি দই খান আর ডাক্তারকে ভুলে যান!
Post by: Mousumi Rahaman on June 03, 2018, 11:12:01 PM
হা হা হা :) @Abdus Sattar Sir
Title: Re: রোজ এক বাটি দই খান আর ডাক্তারকে ভুলে যান!
Post by: Mousumi Rahaman on June 03, 2018, 11:12:47 PM
welcome :D @Emran Hossain Sir
Title: Re: রোজ এক বাটি দই খান আর ডাক্তারকে ভুলে যান!
Post by: sheikhabujar on June 22, 2018, 03:10:36 AM
good title with well write-up
Title: Re: রোজ এক বাটি দই খান আর ডাক্তারকে ভুলে যান!
Post by: Maksuda Akter Rubi on June 24, 2018, 02:37:38 PM
informative :)
Title: Re: রোজ এক বাটি দই খান আর ডাক্তারকে ভুলে যান!
Post by: Abdus Sattar on June 24, 2018, 04:24:32 PM
Nice post...
Title: Re: রোজ এক বাটি দই খান আর ডাক্তারকে ভুলে যান!
Post by: sheikhabujar on June 27, 2018, 02:51:33 AM
Very good for health !
thnx
Title: Re: রোজ এক বাটি দই খান আর ডাক্তারকে ভুলে যান!
Post by: syful_islam on July 02, 2018, 12:37:23 PM
It's helpful, but costly no doubt. Thanks.
Title: Re: রোজ এক বাটি দই খান আর ডাক্তারকে ভুলে যান!
Post by: sisyphus on July 04, 2018, 07:15:17 PM
সবই বুঝলাম কিন্তু কোন্ দই সেটা তো বললেন না!  টই দই নাকি মিষ্টি দই?  :o
Title: Re: রোজ এক বাটি দই খান আর ডাক্তারকে ভুলে যান!
Post by: Mousumi Rahaman on July 07, 2018, 03:43:23 PM
 :D :D :D