Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Islam => Namaj/Salat => Topic started by: abbas on May 17, 2018, 01:17:21 PM
-
দুনিয়ার অন্য সব জিনিসের যেমন দুর্গন্ধ ও সুঘ্রাণ হয়, ভালো ও মন্দ কথারও সুঘ্রাণ ও দুর্গন্ধ হয়। আমরা যেমন অন্য সব জিনিসের সুঘ্রাণ ও দুর্গন্ধ অনুভব করি, ফেরেশতারা ভালো ও মন্দ কথার সুঘ্রাণ ও দুর্গন্ধ অনুভব করেন। আল্লাহর যে বান্দাদের রুহানিয়ত প্রবল, তারাও কখনো কখনো তা অনুভব করেন।
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রা. -থেকে বর্ণিত রাসুল সা. বলেছেন,
اِذَا كَذَبَ الْعَبْدُ تَبَاعَدَ الْمَلَكُ مَيْلاً مِنْ نَتْنِ مَاجَاءَ بِه
যখন বান্দা মিথ্যা বলে তখন (মানুষের হিফাযতকারী) ফেরেশতারা তার পাপের দুর্গন্ধে এক মাইল দূরে চলে যান।