Daffodil International University
DIU Activities => Permanent Campus of DIU => Topic started by: Reza. on May 18, 2018, 11:43:19 PM
-
&feature=share
সেই রকম রাতের আকাশ আর দেখি নাই। ছোটবেলায় যখন নানাবাড়িতে যেতাম আমরা সব কাজিনেরা উঠানে বড় জলচৌকিতে বসে থাকতাম। যমুনা নদীর কাছে ছিল আমার নানা বাড়ি। অদ্ভুত এক মায়াময় পরিবেশ তৈরি হত রাতের বেলায়। ধারে কাছে কোন ইলেক্ট্রিসিটি ছিল না। ছিল না কোন লাইট। তাই প্রতিটা তারা স্পস্ট ভাবে জ্বলজ্বল করে জ্বলত। দেখে মনে হত - ঠিক যেন কাঁচের তৈরি নীল আকাশটা। আমরা খুজে চলতাম কোন তারা খসে পড়ে কিনা। কিংবা কোন ক্রিত্তিম উপগ্রহ দেখা যায় কিনা। কলেজের সেই আকাশটাও খুব মিস করি। ইলেক্ট্রিসিটি চলে গেলে যখন আকাশের দিকে তাকিয়ে থাকতাম। চিনতাম অল্প কিছু তারা ও নক্ষত্র। সপ্তর্ষি মণ্ডল যে সময়ের সাথে ঘুরে আকাশের উলটো দিকে চলে আসে তা তখনই দেখেছিলাম। সেই দিন গুলো খুব মিস করি। মাঠে যখন দেখতাম দূর থেকে বৃষ্টি ধেয়ে আসতেছে। আর আমরা খেলেধুলা ফেলে এক দৌড়ে হাউজে ফিরে আসতাম। যদিও জানি ঢাকা শহরে সেই গুলো আর খুজে লাভ নাই। তার পরও মনে মনে খুজে চলি সেই সব অবিশ্বাস্য সময় গুলো।
-
nice one Sir
-
Thank you.