Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Mousumi Rahaman on May 19, 2018, 02:51:43 PM

Title: টি ব্যাগের অসাধারণ ৮টি ব্যবহার
Post by: Mousumi Rahaman on May 19, 2018, 02:51:43 PM
ব্যবহৃত টি ব্যাগের অসাধারণ ৮টি ব্যবহার ।

চা পানের পর টি ব্যাগটি কী করেন? ফেলে দেন তাই তো? কিন্তু এই ফেলনা টি ব্যাগ দিয়ে করা যায় রুপচর্চাসহ গৃহস্থালির নানা কাজ। গাছের সার হিসেবে ব্যবহার করতে পারেন ব্যবহৃত টি ব্যাগ এছাড়া চুলের কন্ডিশনার হিসেবে এটি দারুন কাজ করে। রোদে পোড়া দাগ দূর করতে বেশ কার্যকর এই টি ব্যাগ। আসুন আজ তাহলে জেনে নিন ফেলনা টি ব্যাগের অজানা কিছু ব্যবহার।

১। পোকা মাকড়ের কামড় সারিয়ে তুলতে

পোকা মাকড়ের কামড় সারিয়ে তুলতে ঠান্ডা টি ব্যাগ কামড়ের স্থানে লাগিয়ে রাখুন। চায়ের অ্যাণ্টি ইনফ্লামেটরি উপাদান পোকা-মাকড়ের কামড়ের জ্বালা-পোড়া কমিয়ে দেয় পাশাপাশি চুলকানি, লালভাব কমিয়ে দেয়।

২। দুর্গন্ধ দূর করতে

একটি পাত্রে কয়েকটি ব্যবহৃত টি ব্যাগ দিয়ে ফ্রিজে রেখে দিন। এটি ফ্রিজের দুর্গন্ধ দূর করে দেবে। এছাড়া ময়লা ফেলার বাস্কেটে কিছু শুকনো চা পাতা দিয়ে রাখুন। এটি ময়লার গন্ধ দূর করতে সাহায্য করবে।

৩। গাছের সার হিসেবে

আপনার বাগানের গাছের সার হিসেবে ব্যবহার করতে পারেন টি ব্যাগ। ব্যবহৃত টি ব্যাগ থেকে চা পাতা বের করে সেটি গাছের গোড়ায় দিয়ে দিন। এটি গাছের ফাঙ্গাস জনিত সমস্যা দূর করে দেবে।

৪। রোদে পোড়া দাগ দূর করতে

রোদে পোড়া স্থানে কয়েকটি ভেজা টি ব্যাগ রেখে দিন। এটি কিছুক্ষণ দিয়ে রাখুন। এছাড়া গোসলের পানিতে কয়েকটি টি ব্যাগ দিয়ে দিন। এই পানিতে গোসল করুন। এটি শরীরের রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করবে

৫। পায়ের দুর্গন্ধ দূর করতে

অনেকের পায়ে দুর্গন্ধ হয়ে থাকে, যা খুবই অস্বস্তিকর। এই সমস্যা দূর করে দেবে টি ব্যাগ। ব্যবহার করা টি ব্যাগ পানিতে ফুটিয়ে নিন, সেটি ঠান্ডা করে তাতে পা ভিজিয়ে রাখুন ২০ মিনিট। দেখবেন পায়ের দুর্গন্ধের সমস্যা সমাধান হয়ে গেছে।

৬। চোখের ক্লান্তি দূর করতে

টি ব্যাগ ফ্রিজে রেখে দিন ১০ মিনিট। এবার এটি চোখের উপরে রেখে দিন কয়েক মিনিট। এটি চোখের ফোলাভাব, লাল হয়ে যাওয়া, চোখের ক্লান্তি দূর করে দেবে।

৭। হাঁড়ি পাতিলের পোড়া দাগ দূর করতে

একটি পাত্রে পানিতে কয়েকটি টি ব্যাগ দিয়ে ফুটিয়ে নিন। এরপর এই পানি দিয়ে হাঁড়ি পাতিল পরিষ্কার করুন। এটি জেদী দাগ দূর করে হাঁড়ি নতুনের মত তোলে।

৮। দাঁতের ব্যথা এবং রক্তপাত দূর করতে

দাঁতের ব্যথা এবং মাড়ি দিয়ে রক্ত পড়া দূর করতে ব্যবহৃত টি ব্যাগ স্থানে রেখে দিন। চায়ের পাতায় টেনিনস নামক উপাদান রক্তপাত বন্ধ করে ব্যথা সারিয়ে তোলে।
Title: Re: টি ব্যাগের অসাধারণ ৮টি ব্যবহার
Post by: Nusrat Jahan Bristy on May 23, 2018, 02:06:02 PM
 :)
Title: Re: টি ব্যাগের অসাধারণ ৮টি ব্যবহার
Post by: Mousumi Rahaman on June 02, 2018, 02:23:01 AM
 :D @Nusrat Jahan Bristy