Daffodil International University
Career Development Centre (CDC) => Career Planning => Career Guidance => Career Opportunity => Topic started by: anowar.bba on May 21, 2018, 01:59:15 PM
-
প্রযুক্তির এ যুগে আমরা অনেকেই ঘরে বসে নানা কাজের সঙ্গে সম্পৃক্ত হই। সেখানে অর্থ আয়ের বিষয়টি অনেকের কাছেই মুখ্য হয়ে ধরা দেয়। কিন্তু উপায় জানা থাকে না বলে কাজটি অনেকেই করতে পারে না। যারা ঘরে বসেই এ ধরনের কাজের সঙ্গে নিজেকে জড়াতে চান তাদের জন্য রইল একটি টিপস। আশা করি অনেকের কাজে লাগবে বিষয়টি।
এ কাজটির জন্য আপনার যা যা লাগবে
১. কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা এন্ড্রোয়েড মোবাইল
২. ইন্টারনেট সংযোগ
৩. মোবাইলের জন্য Chrome ব্রাউজারটি ব্যবহার করতে হবে...ল্যাপটপ বা কম্পিউটারে যেকোনো ব্রাউজারই হবে...
৪. PaypalBux-এর অ্যাকাউন্ট যেভাবে খুলবেন তার লিঙ্ক দেওয়া হলো। http://www.paypalbux.com/?ref=rakib61490
রেজিস্ট্রেশন করার সময় যা যা দিতে হবে
১. নাম (আপনার নাম দিন)
২. ই-মেইল (আপনার ই-মেইল দিন, Gmail হলে ভালো হয়)
৩. পাসওয়ার্ড (প্রথম দুটি word বড় ও ছোট এবং বাকিগুলো সংখ্যা [যেমন—Kp789632145])
৪. রেফারেল আইডি (rakib61490) এইটা দিন (বি.দ্র. রেফারেল আইডি ছাড়া অ্যাকাউন্ট চালু হবে না)
অ্যাকাউন্ট খোলার পর আপনাকে যা করতে হবে
১. দৈনিক ২০টি+ অ্যাড দেখতে হবে।
২. ‘view advertiesment’ ক্লিক করতে হবে।
৩. বক্সের ওপর ক্লিক করলে লাল রঙের এটি বিন্দু দেখা যাবে।
৪. ওই বিন্দু ক্লিক করলে নতুন tab open হবে।
৫. কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে।
৬. এরপর উল্টো ছবি ক্লিক করে, close বাটন ক্লিক করতে হবে।
পেমেন্ট পাওয়ার পদ্ধতি
১. বিকাশ
২. ব্যাংক
৩. পায়েজা
৪. পেওনিয়ার
রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক করুন: http://www.paypalbux.com/?ref=rakib61490
-
wow
-
Informative post
-
very resourceful !