Daffodil International University
Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Monir Hossan on May 23, 2018, 11:33:19 AM
-
ঘরের বিভিন্ন ডিভাইস, বৈদ্যুতিক বা গ্যাসের লাইন সমস্যা হলেও চিন্তা নেই, সমাধান দেবে ‘ডিজিটাল মানুষ’। অ্যাপভিত্তিক এ সার্ভিস প্ল্যাটফর্মটি কাজে লাগিয়ে ইলেকট্রিক বা গ্যাসের মিস্ত্রির পাশাপাশি বাড়ি বা অফিস স্থানান্তর, তথ্য-প্রযুক্তিভিত্তিক কারিগরি সেবাও পাওয়া যাবে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং প্ল্যাটফর্মটির সিইও জানান, ডিজিটাল মানুষ প্ল্যাটফর্মটি মূলত সেবাদাতা ও গ্রহীতাদের মধ্যে যোগাযোগ করে দেবে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে বিনা মূল্যে এ কার্যক্রম পরীক্ষা করা হচ্ছে। শিগগিরই ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, খুলনা ময়মনসিংহে এটির বাণিজ্যিক কার্যক্রম চালু হবে। বিস্তারিত http://digitalmanush.com
http://www.kalerkantho.com/print-edition/tech-everyday/2018/05/22/638930
-
:o :o :o