Daffodil International University
Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: 710001757 on May 25, 2018, 04:16:16 PM
-
সাবলীল দক্ষতা এবং চরিত্রের বিকাশের ক্ষেত্রে সম্ভাবনাগুলো সবসময়েই অসীম। আপনি যদি নিজের মধ্যকার গুণগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে যেমন নতুন কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন, সাথে শিখতেও পারবেন অনেককিছু। ব্যক্তিত্বের বিকাশ আপনার ব্যক্তিজীবন এবং কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করবে। প্রচলিত ধারণা অনুযায়ী অনেকে বিশ্বাস করে যে, প্রতিটি মানুষের স্বভাব-চরিত্র স্থায়ী এবং সেটা কোনোভাবেই বদলানো সম্ভব না। তবে এই কথাটি পুরোপুরি সত্য না। ব্যক্তিত্ব হচ্ছে আচার-আচরণ ও চিন্তাভাবনার একটি অনন্য মিশ্রণ। দৃঢ়ভাবে চেষ্টা করলে নিজের স্বভাব এবং চিন্তাভাবনার উন্নতি সাধন করা সম্ভব।
নিচের কৌশলগুলো অনুসরণ করে আপনি আপনার ব্যক্তিত্বের উন্নতি সাধন করতে পারেন:
১) হয়ে উঠুন চমৎকার একজন শ্রোতা
২) জানার পরিধি বাড়িয়ে তুলুন
৩) আলাপচারীতা বাড়ান
৪) নতুন নতুন মানুষের সাথে পরিচিত হোন
৫) Interpersonal Skill বা আন্তঃব্যক্তিক দক্ষতাগুলোকে বাড়িয়ে তুলুন
৬) Leadership skill বা নেতৃত্বদানের দক্ষতা বাড়ান
৭) উপস্থাপনার কৌশল আয়ত্ব করুন
৮) অন্যকে সম্মান দিয়ে কথা বলুন