Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: sanjida.dhaka on May 26, 2018, 12:52:20 PM

Title: ঘরের তেলাপোকা চিরতরে দূর করুন মাত্র ২টি উপাদানের সাহায্যে
Post by: sanjida.dhaka on May 26, 2018, 12:52:20 PM
(https://24newsbangla.com/wp-content/uploads/2018/05/Screenshot_20-25-677x381.png)


তেলাপোকা দূর করুন- “তেলাপোকা” খুবই বিরক্তিকর, যন্ত্রণাদায়ক এক পোকার নাম। তেলাপোকা নেই এমন বাসা একটিও খুঁজে পাবেন না। প্রতিটি মানুষকে এই তেলাপোকার যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। তেলাপোকা শুধু বিরক্তিকর নয়, এটি স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। এটি খুবই নোংরা একটি পোকা যা আমাদের রান্নাঘরের জিনিসপত্রে হেঁটে বেড়ায় এবং জীবাণু ছড়িয়ে দিয়ে থাকে। আর এই জীবাণু থেকে সৃষ্টি হয়ে নানা রোগের। বাজারে নানা প্রকার তেলাপোকা মারার ওষুধ কিনতে পাওয়া যায়। কিন্তু এই ঔষুধ দিয়ে চিরদিনের জন্য তেলাপোকা দূর করার সম্ভব হয় না। খুব ছোট একটি কাজ করে আপনি চিরদিনের জন্য তেলাপোকার হাত থেকে রক্ষা পেতে পারেন। আসুন জেনে নিই সেই ম্যাজিক্যাল উপায়টি।

যা যা লাগবে – ২০ গ্রাম বোরিক এসিড, ১ টেবিল চামচ আটা ও পানি।

যেভাবে তৈরি করবেন: সমপরিমাণে বোরিক এসিড এবং আটা মিশিয়ে নিন। তারপর এতে পানি মিশিয়ে নিন। পানি অল্প অল্প করে মিশিয়ে নিন। ভাল করে মিশিয়ে রুটির মত ডো তৈরি করে নিন। লক্ষ্য রাখবেন ডো যেন বেশি নরম বা শক্ত না হয়ে যায়। এই ডো থেকে ছোট ছোট বল তৈরি করে নিন। সম্পূর্ণ ডোটি দিয়ে কয়েকটি বল তৈরি করে নিন। এবার ঘরের যেসব স্থানে তেলাপোকা বেশি দেখা যায় সেসব স্থানে আটার বলটি রেখে দিন। তিনদিন বা এক সপ্তাহের পর পরীক্ষা করে দেখুন তেলাপোকা মরে পড়ে আছে।

মূলত বোরিকের অ্যাসিডের উপাদান তেলাপোকার মৃত্যুর জন্য দায়ী। বোরিক অ্যাসিড তেলাপোকার মুখ আটকিয়ে দিয়ে থাকে। যার কারণে তেলোপোকা কিছু খেতে বা পান করতে পারে না। এক সময় এটি মারা যায়।




https://24newsbangla.com/sobujislam/6176/%E0%A6%98%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%82%E0%A6%B0/


Title: Re: ঘরের তেলাপোকা চিরতরে দূর করুন মাত্র ২টি উপাদানের সাহায্যে
Post by: Raisa on May 27, 2018, 11:26:03 AM
nice
Title: Re: ঘরের তেলাপোকা চিরতরে দূর করুন মাত্র ২টি উপাদানের সাহায্যে
Post by: Mohammad Salek Parvez on May 27, 2018, 03:09:46 PM
nice. i'll use .
Title: Re: ঘরের তেলাপোকা চিরতরে দূর করুন মাত্র ২টি উপাদানের সাহায্যে
Post by: Mousumi Rahaman on June 02, 2018, 01:32:46 AM
(y) (y) (y)