Daffodil International University
Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Mohammad Salek Parvez on May 27, 2018, 03:02:56 PM
-
প্রথমতঃ আমি মুফতি নই। তাই নিজে কক্ষনো কোন রায় পেশ না করে, আমি সর্বদা নির্ভরযোগ্য মুফতিদের শরণাপন্ন হই। এখানে নির্ভরযোগ্য একটি স্থান থেকে কোট করছি।
" রোজা অবস্থায় টুথপেস্ট ও মাজন দিয়ে াদাঁত পরিস্কার করা মাকরুহ।কারণ, এগুলোর মধ্যে এক ধরণের স্বাদ রয়েছে। যা কণ্ঠনালীতে যাওয়ার আশংকা রয়েছে। এগুলোর কিছু কণ্ঠনালীতে চলে গেলে রোজা নষ্ট হয়ে যাবে।"
সূত্র: ফাতহুল কাদির: ২/২৬৬, ফাতোয়া হক্কানিয়া: ৪/১৬৮।
দ্রঃ http://ourislam24.com/2018/05/26
-
Thanks for sharing......
-
tnks for sharing ... :)