Daffodil International University
Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: 710001757 on May 28, 2018, 10:31:40 PM
-
It’s not about making the right choice.
It’s about making a choice and making it right.
— J.R Rim
আচ্ছা প্রতিনিয়ত তুমি কত কিছু নিয়ে দুঃচিন্তা করো অথবা কি কি নিয়ে ভাব বলতে পারো?? আর এসব চিন্তার কতটুকু অংশ তোমার কতটা কাজে আসে??
সত্যি বলতে প্রতিদিন কত কিছু ভেবে যে আমরা সময় নষ্ট করি তার বেশিরভাগই আমরা কাজে লাগাতে পারি না। কেননা, সেগুলো হয়তোবা বেশিরভাগই অপ্রয়োজনীয়। প্রয়োজনীয় বিষয় নিয়ে তো আমরা সব সময়ই ভাবি। কিন্তু অপ্রয়োজনীয় বিষয় যা আমরা ভেবে অনেক সময় নষ্ট করি, সেসব কি আসলে কখনো আলাদা করা হয়েছে? আসলে না। আর এজন্যেই আমরা আমাদের সময়ের সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না। তাহলে চলো আর আমরা সেই বিষয়গুলো জেনে নেই-
১. কি দরকার তাদের কথা ভেবে সময় নষ্ট করার যারা তোমাকেই সম্মান করে না?
২. অন্যের সাথে তুলনা করে কি পেয়েছ তুমি?
৩. অবাস্তব প্রত্যাশার অপেক্ষা
৪. নিজের ভবিষ্যৎ নির্ধারণ অন্যের অধীনে রাখা
৫. নিজের প্রাপ্তিকে কাজে না লাগিয়ে গর্ব করায় ব্যস্ত থাকা
৬. ধ্বংস করার আবেগে কাজ শুরু করা
৭. হেরে যাওয়ার ভয় নিয়ে বসে থেকো না তুমি
৮. হিংসা বা আক্ষেপ ধরে রাখা
৯. শুরু থেকেই নির্ভুল থাকতে চাওয়া
১০. অতীতের ভুলের কথা মনে করে নতুন সীদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা
Collected.