Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Sultan Mahmud Sujon on October 21, 2011, 08:41:50 PM

Title: মানবদেহ - চোখ
Post by: Sultan Mahmud Sujon on October 21, 2011, 08:41:50 PM
চোখ:দু অক্ষরের ছোট্ট শব্দ চোখ৷ চোখের গঠন বেশ জটিল৷ বিভিন্ন অংশ নিয়ে এই চোখ গঠিত, যেমন-কনিᐂয়া, আইরিস ,রেটিনা,অ্যাকোয়াস হিউমার ,ভিট্রিয়াস হিউমার ,অপটিক নাভᐂ ইত্যাদি৷ ঠিকঠাক  দেখার জন্য কনিᐂয়া থেকে অপটিক নাভᐂ প্রত্যেকেই একটা নিদিᐂষ্ট ছন্দে কাজ করে৷ ছোট্ট বলের মতো এই চোখ থাকে হাড়ের মজবুত কোটরের মধ্যে৷ আর সামনের দিকের খানিকটা বেরিয়ে আসা অংশ ঢাকা থাকে চোখের পাতা দিয়ে৷ বাইরে দিয়ে চোখের সাদা যে অংশ দেখা যায় তাকে বলে স্কেলেরা৷ কিছু মাংস পেশী দ্বারা চোখ প্রয়োজন মতো ঘুরানো যায়৷

আমরা যে রঙ্গিন দেখি তা সম্ভব হয়েছে চোখের রেটিনার যে বিভিন্ন স্তর আছে সেটার রড এবং কোণ কোষের কারণে৷ রড এবং কোণ কোষের অন্যতম উপাদান হলো ভিটামিন এ৷ এ কারণে ভিটামিন এ- র অভাব হলে রাতকানা রোগ হয়৷

eye_int.jpg

চোখের যত্ন:

    *      অনেকের অভ্যাস থাকে বারবার চোখ ধোয়ার৷ কিন্তু এটা ঠিক না৷ কারণ বারবার চোখ ধুলে চোখের পানির প্রয়োজনীয় উপাদানও ধুয়ে যায়৷ ফলে চোখের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়৷
    *      ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন-টাটকা রঙ্গিন শাকসবজি,ফলমূল এবং ডিম দুধ খেতে হবে৷
    *      চোখে কিছু পড়লে রগড়ানো একদম উচিত না৷ পানি দিয়ে ধুতে হবে৷ দরকার মনে হলে ডাক্তারের পরামশᐂ নিতে হবে৷
    *      চোখে কোন প্রকার আঘাত লাগলে ঠান্ডা পানি দিয়ে চোখ ধুতে হবে৷ চোখের আঘাত সাংঘাতিক বিপদ ডেকে আনে৷ তাই দেরী না করে দ্রুত ডাক্তারের পরামশᐂ নিন৷
    *      বাচ্চা জন্মের পর চোখে কোন সমস্যা দেখা দিলে অবশ্যই চক্ষু রোগ বিশেষজ্ঞর পরামশᐂ নিন৷
    *      স্কুলে ভতিᐂর আগে পারলে চোখের ডাক্তার দেখিয়ে নিন৷
    *      সকলের বছরে একবার চোখ পরীক্ষা করানো উচিত৷
    *      ডায়বেটিস থাকলে সুগার নিয়ন্ত্রনের সাথে সাথে অবশ্যই চোখ দেখানো উচিত৷ কেননা ডায়বেটিস চোখের সাংঘাতিক ক্ষতি করে৷

চোখের কিছু রোগর নাম নিম্নে দেওয়া হলো:
১.     চোখে বাইরের কিছু পড়া
২.     চোখ ওঠা
৩.     চোখে ছানি পড়া
৪.     রাতকানা
৫.     অশ্রুথলি বা নালীর প্রদাহ
৬.     গ্লুকোমা
৭.     ট্র্যাকোমা
৮.     টেরিজিয়াম
৯.     টেরাচোখ
Title: Re: মানবদেহ - চোখ
Post by: sethy on October 21, 2011, 11:44:20 PM
To avoid those we should take care of our valuable parts of body, eyes.
Title: Re: মানবদেহ - চোখ
Post by: sonia_tex on October 22, 2011, 08:04:21 AM
Eye is the most important part of human body.We should take care or our eyes.Thanks for the informative post.
Title: Re: মানবদেহ - চোখ
Post by: Sultan Mahmud Sujon on October 22, 2011, 01:56:42 PM
 :)
Title: Re: মানবদেহ - চোখ
Post by: samiha sultana on October 22, 2011, 11:13:35 PM
Without eyes we can't think about existence. So we should be cautious about it.
Title: Re: মানবদেহ - চোখ
Post by: sumon_acce on October 23, 2011, 01:59:03 PM
In my opinion, I think that eye is the most valuable organ in Human body.........thanks for giving this types of post.
Title: Re: মানবদেহ - চোখ
Post by: Sultan Mahmud Sujon on October 23, 2011, 03:46:31 PM
Right
Title: Re: মানবদেহ - চোখ
Post by: Arif on October 31, 2011, 05:29:30 PM
Eye is the most important... so, We should take care or our eyes and try to avoid using lens as a fashion on your eye because it is harmful...Thanks