Daffodil International University
Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Sultan Mahmud Sujon on October 21, 2011, 08:47:46 PM
-
পেটের অসুখবিসুখ
মাথা থাকলে যেমন মাথা ধরবেই তেমনি পেট থাকলে তাতে গণ্ডগোল হবেই৷ কোনো সময় পেটে গন্ডগোল বা অসুখ হয়নি এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না৷ অম্ল-অজীর্ণ থেকে শুরু করে ক্যান্সার, কোলাইটিস - সব ধরনের রোগ হয় পেটের ভেতর৷ পেটের অসুখের একটা প্রধান উপসর্গ পেটব্যথা৷ পেটব্যথার কারণও অনেক৷ বদহজম, পেপটিক আলসার, পিত্তথলির প্রদাহ বা পাথর, অ্যাপেন্ডিসাইটিস ইত্যাদি নানা কারণে মানুষ পেটব্যথায় ভুগতে পারে৷ খাওয়াদাওয়ার যত্ন নিলে ও বিশুদ্ধ পানি পান করলে পেটের বেশিরভাগ অসুখ থেকে মুক্তি পাওয়া সম্ভব৷
পেটের ভেতর নানা রকম অঙ্গপ্রত্যঙ্গের অবস্থান৷ এর মধ্যে আছে পেটের ডান পাশের ওপরের দিকে যকৃত্ ও পিত্তথলি, বাঁ পাশের ওপরে প্লীহা, নাভির দু পাশে মেরুদণ্ড ঘেঁষে দু টি কিডনি, মাঝামাঝি অবস্থানে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়৷ আর এ ছাড়া পরিপাকনালী তো আছেই৷
digestion.jpgdigestion1.jpg
পরিপাকনালী শুরু হয় মুখগহ্বর হতে এবং শেষ হয় পায়ুতে৷ খাদ্যদ্রব্য মুখগহ্বর থেকে অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্র পার হয়ে মল হিসেবে পায়ুর উপরিভাগে এসে জমা হয়৷ খাদ্যদ্রব্য পাকস্থলীতে এসে জমা হলেই পাকস্থলীর বিভিন্ন কোষ থেকে নিঃসৃত জারক রস তা হজম করা শুরু করে৷ এরপর খাদ্যদ্রব্য প্রবেশ করে ক্ষুদ্রান্ত্রে৷ ক্ষুদ্রান্ত্রে এসে খাবার পিত্তথলি থেকে নিঃসৃত পিত্ত এবং অগ্ন্যাশয় থেকে নিঃসৃত জারক রস৷ এই দুটি নিঃসরণ খাদ্যদ্রব্য হজমে অত্যন্ত দরকারি৷ পিত্তরস ছাড়া দেহ স্নেহ জাতীয় খাবার ঠিকমতো ভাঙতে পারে না এবং তা হজম হয় না৷ খাদ্যদ্রব্য সম্পূর্ণ হজম হয়ে গেলে তা ক্ষুদ্রান্ত্র দিয়ে রক্তে শোষিত হয়৷ কোলন বা বৃহদন্ত্রে কোনো খাবার হজম হয় না৷ খাবার হজম হয়ে যাওয়ার পর উচ্ছিষ্ট অংশ এখানে মল হিসাবে জমা হয়ে থাকে৷
পেটের কিছু সাধারণ রোগের নাম নিম্নে দেওয়া হলো-
১. পেপটিক আলসার
২. উদারাময় বা ডায়রিয়া
৩. আমাশয় বা ডিসেন্ট্রি
৪. খাদে᐀ বিষক্রিয়া
৫. জন্ডিস
৬. পিত্তথলির পাথর
৭. পিত্তথলির প্রদাহ
৮. কোষ্ঠকাঠিন্য
৯. পেটে পানি জমা
১০. মলাশয়ের নিম্নমুখিতা
১১. ফিস্টুলা
১২. মলদ্বারে ব্যথা