Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Sultan Mahmud Sujon on October 21, 2011, 08:48:52 PM

Title: মানবদেহ - মূত্রতন্ত্র
Post by: Sultan Mahmud Sujon on October 21, 2011, 08:48:52 PM
মূত্রতন্ত্রের গঠন

মূত্রতন্ত্র মূলত কিডনী, মূত্রনালী ও মূত্রথলির সমন্বয়ে গঠিত৷
 

কিডনি

কিডনি মানবদেহের অত্যন্ত গুরুত্বপূণᐂঅঙ্গ৷ আমাদের দেহে কিডনির সংখ্যা দুটি৷ পেটের অনেক পেছনে মেরুদণ্ডের দুপাশে এদের অবস্থান৷ প্রতিটি কিডনির গড় ওজন ১৩০ গ্রাম৷ দৈঘ্যᐂপ্রায় ১২ সেন্টিমিটার ও প্রস্থ ৬ সেন্টিমিটার৷ ডান কিডনিটি বাঁ কিডনি অপেক্ষা একটু নিচে অবস্থান করে৷ এর কারণ ডানদিকে লিভার কিডনিটিকে ওপর থেকে একটু চাপ দিয়ে রাখে৷ কিডনি শ্বাস-প্রশ্বাসের সময় প্রায় ২ সেন্টিমিটার ওঠানামা করে৷ প্রতিটি কিডনি মূলত দুটি অংশে বিভক্ত৷ বাইরের ভাগকে বলা হয় করটেক্স এবং ভেতরের ভাগকে মেডুলা৷ প্রাণীদেহের এককের নাম যেমন সেল বা কোষ, তেমনি কিডনির এককের নাম হল নেফ্রন৷ কিডনি মানেই হাজার হাজার নেফ্রনের সমাহার৷

কিডনির একটি অংশ মূত্র তৈরি করে এবং অপর একটি অংশ মূত্র সংগ্রহ করে তা মূত্রনালীতে প্রেরণ করে৷ কিডনিতে তৈরি মূত্র বিভিন্ন সংগ্রাহক নালী দিয়ে মূত্রনালী পেরিয়ে মূত্রথলিতে জমা হয়৷ কিডনির কাজ অনেক৷ আমরা প্রতিদিন যা খাই তার সবটুকুই আমাদের দেহের জন্য অত্যাবশ্যক না ৷ বিপাকের উচ্ছিষ্ট পদাথᐂগুলো যদি দেহ থেকে ঠিকমতো বেরুতে না পারে তবে এরা দেহের ক্ষতি করবে৷ কিডনি দেহের জন্য অপ্রয়োজনীয় এবং ক্ষতিকারক পদাথᐂগুলো প্রস্রাবের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়৷

  
urinal.jpgurinal1.jpg
চিত্র-মানবদেহের কিডনির বিভিন্ন অংশ
চিত্র সুত্র- © ডি.নেট
    চিত্র-কিডনির একক নেফ্রন
চিত্র সুত্র- © ডি.নেট

মূত্রতন্ত্রের কিছু সাধারণ রোগের নাম নিম্নে দেওয়া হলো-
১.     মূত্রনালীর প্রদাহ
২.     নেফ্রোটিক সিনড্রোম
৩.     কিডনির পাথুরী রোগ
৪.     কিডনি অকেজো হয়ে যাওয়া বা কিডনি বিকল
Title: Re: মানবদেহ - মূত্রতন্ত্র
Post by: Arif on October 31, 2011, 05:36:18 PM
Many drugs are excreted through the kidney. so we should conscious to given those drugs to the people suffering from kidney disorders...
Title: Re: মানবদেহ - মূত্রতন্ত্র
Post by: Sultan Mahmud Sujon on November 17, 2011, 08:47:22 AM
 ;D :) ;D