Daffodil International University
Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Sultan Mahmud Sujon on October 21, 2011, 08:49:43 PM
-
যৌনরোগ পুরুষ ও মহিলাদের দেহের যৌন অঙ্গে বা প্রজননতন্ত্রের বিভিন্ন জায়গায়ও আক্রান্ত হতে পারে৷ তবে সব যৌনরোগ যৌন অঙ্গে সংক্রামিত হয় না৷ যৌনরোগ নানা রকম হয়ে থাকে৷ সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ইত্যাদি জীবানু থেকে যৌনরোগ ছড়ায়৷ আমরা সবাই সচেতন ও সাবধান থাকলে যৌনরোগ থেকে রক্ষা পেতে পারি৷ যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে আমাদের অজ্ঞতা ও অসচেতনতা নানা রোগের জণ্ম দিতে পারে৷ ব্যাক্তিগত পরিচ্ছন্নতার অভাব ও যৌন রোগে আক্রান্ত কারো সাথে শারিরীক সম্পর্ক থেকে যৌনরোগ হতে পারে৷ যৌন সম্পর্কের ফলে যেসব রোগ সংক্রামিত হয় তাকে যৌনবাহিত রোগ বলে৷
নিম্নে কিছু যৌনরোগ সম্পর্কে সাধারণ ধারণা দেওয়া হলো-
১. সিফিলিস
২. গনোরিয়া
৩. এইডস
< আগে
-
consciousness is important for sexual disorder and this type of diseases...
-
:) :) :)