Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: Sultan Mahmud Sujon on October 21, 2011, 08:50:39 PM

Title: মানবদেহ - চর্মরোগ
Post by: Sultan Mahmud Sujon on October 21, 2011, 08:50:39 PM
শরীরের বাইরের অংশ আবৃত থাকে চামড়া দ্বারা৷

মানবদেহে যতগুলো ভয়ংকর প্রকৃতির অসুখ আছে তার মধ্যে চর্মরোগ অন্যতম৷তবে সব চর্মরোগই ভয়ংকর প্রকৃতির নয়৷ বিভিন্ন প্রকারের চর্ম রোগ আছে যেমন-একজিমা,ব্যাকটেরিয়া,ফাংগাই,ভাইরাস ও জান্তব পরাভুক ইত্যাদি ঘটিত চর্মরোগ ৷


ব্যাকটেরিয়া ঘটিত চর্মরোগের মধ্যে গ্রাম পজেটিভ কক্কাই ও ব্যাসিলি জনিত ফোড়া,ইমপেটিগো,নখকুনি ইত্যাদি অন্তর্ভুক্ত৷

চর্মে ফাংগাল ইনফেকশন বলতে ছত্রাক বা উদ্ভিদ দ্বারা সংক্রমণ জনিত চর্মরোগ বোঝায় ৷ আবার ডারমাটোফাইট জাতীয় কয়েক ধরনের ফাংগাই দ্বারা চর্ম, নখ ও চুলের সংক্রমণ ঘটলে তাকে ডারমাটোফাইট ইনফেকশন বলে৷ এই গুলোর মধ্যে দাদ,ছুলি,হাজা ইত্যাদি উল্লেখযোগ্য৷ক্যানডিডা বা মনিলিয়া জাতীয় ছত্রাকের দ্বারা চর্ম ও ঝিল্লিতে সংক্রমন দেখা যায়৷ ইহাদের ক্যানডিডায়াসিস বা মনিলিয়াসিস বলে৷


ভাইরাস ঘটিত চর্মরোগের মধ্যে প্রধানত হার্পিস জোস্টার , হার্পিস সিমপ্লেক্স এবং কয়েক ধরনের আচিল অর্ন্তভূক্ত জান্তব পরাভুকদের দ্বারা খোস পাচঁড়া, চুলকানি,উকুন ইত্যাদি কতকগুলো চর্মরোগ দেখা যায়৷

নিচের উপসর্গ গুলো চর্মরোগে হয়ে থাকে:

    *

      অস্বস্তিভাব-চুলকানো,ব্যথা করা৷
    *

      দেখতে খারাপ দেখানো,সমাজ হতে বিতারিত হওয়া৷
    *

      কাজে অক্ষমতা হতে পারে৷
    *

      চর্মরোগে সাধারনত মৃত্যু হয় না তবে চামড়ার ক্যানসারে রোগী মারাও যেতে পারে৷

চর্মের কিছু সাধারণ রোগের নাম নিম্নে দেওয়া হলো-
 
১.     খোঁস-পাঁচড়া
২.     একজিমা
৩.     এলার্জি
৪.     দাদ
৫.     কুষ্ঠ
৬.     শ্বেতী
৭.     ফোঁড়া বা এবসেস
৮.     আঁচিল
৯.     ব্রণ
১০.     বিছানা ঘা
১১.   

খুসকি
১২.     চুল পড়া
১৩.     সোরিয়াসিস
১৪.     আর্সেনিক
       
Title: Re: মানবদেহ - চর্মরোগ
Post by: sumon_acce on October 31, 2011, 01:23:02 PM
Good information.
Title: Re: মানবদেহ - চর্মরোগ
Post by: Arif on October 31, 2011, 05:22:05 PM
for the skin problem such as acne, psoriasis etc it is very helpful by the washing face wash which contains salicylic acid. In our country this type of face wash is available....i think it is important to prevent the skin disease rather than treatment and in case of fungal or bacterial infection without prescription treatment is strictly prohibited....