Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Mousumi Rahaman on June 02, 2018, 12:34:54 AM

Title: লো প্রেসারের সমস্যা
Post by: Mousumi Rahaman on June 02, 2018, 12:34:54 AM
লো প্রেসারের সমস্যা অবহেলার বিষয় নয়!

শুধুমাত্র প্রেসার হাই হলেই যে আমাদের ডাক্তারের কাছে ছুটতে হবে এমনটা নয়৷ প্রেসার লো হয়ে গেলেও অনেক সময় ডাক্তারের কাছে যেতে হয়৷ বিভিন্ন রোগ থেকে লো-প্রেসার হতে পারে আবার লো-প্রেসার থেকেও শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে৷

সাধারনত, লো-প্রেসার বলতে আমরা কি বুঝি?
মেডিক্যাল সায়েন্সের ভাষায় যখন সিস্টোলিক ৯০ এর নীচে এবং ডায়াস্টোলিক ৬০ এর নীচে থাকে তখন প্রেসার লো হয়ে যায়৷

কোন কোন রোগ থেকে লো-প্রেসার হতে পারে?
১. হার্টের রোগ

২. অ্যাডিসন্স ডিজিস (অ্যাড্রেনাল গ্রন্হির সমস্যা)

৩. ডি-হাইড্রেশন

৪. অ্যানিমিয়া

৫. তাপমাত্রার তারতম্যের জন্য

৬. বেশ কিছু ঔষুধের সাইড এফেক্ট যেমন হাই প্রেসারের ঔষুধের সাইড এফেক্ট-এ প্রেসার লো হয়ে যেতে পারে৷

৭. কারোর কারোর নার্ভের সমস্যা থেকে প্রেসার লো হয়ে যেতে পারে৷

লো-প্রেসার হলে কি কি সমস্যা হতে পারে?
১. বসা অবস্হা থেকে হঠাৎ উঠে দাঁড়ালে চোখে অন্ধকার লাগে৷ কারন তখন মস্তিষ্কের রক্ত সঞ্চালন বন্ধ থাকে৷

২. মাথা ঘোরা এবং বমিভাব

৩. ইউরিন কমে যাওয়া৷

চিকিৎসকের বিশেষ পরামর্শ
১. বহু মানুষের লো-প্রেসার থাকলেও কোনো রোগ থাকে না৷

২. লো-প্রেসার হলে ভিটামিন জাতীয় ঔষুধ খেয়ে কোনো লাভ হয় না৷

৩. উপযুক্ত চিকিৎসায় লো-প্রেসার সাড়ে৷

৪. লো-প্রেসার হলেই নুন-চিনির জল খেতে হবে এমন কোনো কথা নেই ৷ এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন৷