Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: protima.ns on June 03, 2018, 11:49:17 AM
-
মোবাইল অ্যাপে ১০ শতাংশ ছাড় ঘোষণা নভোএয়ারের:
ঈদ উপলক্ষে টিকেটের মূল্যে ১০% ছাড়ের ঘোষণা দিয়েছে দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এই অফারটি পেতে যাত্রীদের নভোএয়ার এর মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে NOVOAIRAPP লিখে টিকেট ক্রয় করতে হবে।
অ্যাপল এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোর এবং প্লে-স্টোর থেকে নভোএয়ার লিখে সার্চ দিয়ে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। যাত্রীদের টিকেট প্রাপ্তিকে আরও সহজ ও স্বাচ্ছন্দময় করার উদ্দেশ্যে নভোএয়ার মোবাইল এপ্লিকেশন সেবা চালু করেছে।
নভোএয়ার এর মোবাইল অ্যাপ এর মাধ্যমে যাত্রীরা তাদের টিকেট বুকিং ও ক্রয়, ফ্লাইট সম্পর্কিত তথ্য, ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার প্রোগ্রাম-স্মাইলস সম্পর্কিত যাবতীয় তথ্য ও সেবা নিতে পারবেন। এ ছাড়া নভোএয়ার এর রিজার্ভেশন ও টিকেটিং বিভাগে সরাসরি যোগাযোগের মাধ্যমে সকল তথ্য জানতে পারবেন। অ্যাপ ডাউনলোডের জন্য http://bit.ly/NOVOAIR. বিজ্ঞপ্তি
-
:)
-
:)
-
:)