Daffodil International University

Science & Information Technology => Technology => Technology News => Topic started by: nafees_research on June 03, 2018, 11:53:44 PM

Title: এ বছরেই আসছে হলোগ্রাফিক স্মার্টফোন
Post by: nafees_research on June 03, 2018, 11:53:44 PM
এ বছরেই আসছে হলোগ্রাফিক স্মার্টফোন

এ বছরেই দেখা মিলবে প্রথম হলোগ্রাফিক স্মার্টফোনের। সম্প্রতি এটিঅ্যান্ডটি ও ভেরিজন ঘোষণা করেছে তারা এই বছরের শেষ দিকে হলোগ্রাফিক স্মার্টফোনটি বাজারে ছাড়বে। রেড হাইড্রোজেন ওয়ান নামের এই স্মার্টফোনটিই হতে যাচ্ছে ভিডিও ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান রেড-এর তৈরি প্রথম ফোন।

(http://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2018/05/31/3c7f14a03742e5ee5b7047c8469ac321-5b0fdc52f3341.jpg)

এই অ্যান্ড্রয়েড ফোনটির আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এতে একটি হলোগ্রাফিক পর্দা থাকবে যার মাধ্যমে বিশেষ ধরনের কোনও চশমা ছাড়াই থ্রিডি দেখা যাবে। স্মার্টফোনটির দুই পাশ এবং পেছন থেকেও থ্রিডি ইমেজ দেখা যাবে এবং হাতের ইশারা দিয়ে ফোনের স্ক্রিনটি পরিচালনা করা যাবে। এতে থ্রিডি ইমেজ ধারণ করার জন্য ক্যামেরাও থাকবে।
আগাম বুকিংয়ে অ্যালুমিনিয়াম বডির সেটের জন্য ১ হাজার ২৯৫ এবং টাইটানিয়াম বডির সেটের জন্য ১ হাজার ৫৯৫ ডলার খরচ করতে হবে ক্রেতাকে।
স্মার্টফোনটি মূলত ২০১৮ সালের প্রথম দিকেই বাজারে আসার কথা ছিল। কিন্তু ফোনটির নির্মাতা প্রতিষ্ঠান তারিখটি পিছিয়ে দেয়।

Source: http://www.banglatribune.com/tech-and-gadget/news/329503/%E0%A6%8F-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8