Daffodil International University

IT Help Desk => Internet => Topic started by: tariq.alam on June 04, 2018, 09:03:32 AM

Title: ফোনের ওয়াইফাই শেয়ার করবেন যেভাবে
Post by: tariq.alam on June 04, 2018, 09:03:32 AM
আপনার স্মর্টফোনে কানেক্ট করা ওয়াইফাই ইন্টারনেট অন্যদের সঙ্গে শেয়ার করতে চান? এজন্য লাগবে না কোনো অ্যাপস। শুধু মাত্র ফোনের সেটিংসে রদবদল করলেই হবে। জেনে নিন ফোনে কানেকটেড ওয়াইফাই অন্যদের সঙ্গে শেয়ার করার উপায়।

হটস্পট অপশনে গিয়ে স্মার্টফোন ওয়াইফাই ব্যবহার করা যাবে মাল্টিপল ডিভাইসে। খুব একটা কঠিন কোনও ব্যবহার নয়। ব্লুটুথ থেকেই এই কাজ করা যায়। সেখান থেকে ফোন, ল্যাপটপ এমনকি ডেক্সটপেও নেওয়া যায় কানেকশন।

ফোনে

১. ফোন ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করুন
২. এবার সেটিংসে গিয়ে কিছু জিনিস পাল্টাতে হবে
৩. ব্লুটুথ অন করুন। কানেক্টেড ডিভাইসগুলোতেও অন করুন
৪. নেটওয়ার্ক এবং ইন্টারনেটে যান
৫. হটস্পট ও ট্যাথারিংয়ে যান
৬. ব্লুটুথ ট্যাথারিন অন করুন

কম্পিউটার আর ল্যাপটপের ব্লুটুথ অন করুন
কম্পিউটার আর ল্যাপটপে

কম্পিউটারে যদি চান, ব্লুটুথ ডঙ্গেল ব্যবহার করতে হবে। ল্যাপটপ ব্যবহার করলে অবশ্য সমস্যা নেই।

১. ল্যাপটপ বা কম্পিউটারের সেটিংসে যান
২. ডিভাইসেস অ্যান্ড প্রিন্টার অ্যাকসেসে যান
৩. ফোন আইকনে রাইট ক্লিক করুন
৪. কানেক্ট সিলেক্ট করুন, ড্রপ ডাউন মেনু থেকে অ্যাকসেস পয়েন্ট পিক করুন।