Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Mohammad Salek Parvez on June 04, 2018, 12:25:27 PM

Title: one-time plastic cup
Post by: Mohammad Salek Parvez on June 04, 2018, 12:25:27 PM
আজকাল এমন কোন অনুষ্ঠান কল্পনা করা যায় না, যেখানে one-time plastic cup ব্যবহৃত হয় না। অথচ এর ক্ষতিকর দিকটা দেখা হয় না। "প্লাস্টিকের প্যাকেজিং, ডিসপোজেবল কাপ (ওয়ানটাইম কাপ) ও রাবার কনটেইনারে ব্যবহৃত  নামক রাসায়নিক পদার্থটি মানব দেহে গেলে এক সময় তা থেকে ক্যান্সার ও লিউকেমিয়া হতে পারে। বিশস্বাস্থ্য সংস্থা বলেছে, লেটেক্স তৈরিতে, সিনথেটিক রাবার ও পলিয়েস্টারিন তৈরিতে স্টাইরিন নামক রাসায়নিকটি ব্যবহার হয়। এই পদার্থটি ফুড অ্যান্ড ড্রিংক প্যাকেজিংয়েও ব্যবহার হয় যেমন জুস প্যাকেট, খাবার প্যাকেট, ডিসপোজেবল কাটলারি ও ফাইবার গ্লাসে থাকে। ৪০ বছর ধরে গবেষকেরা বলছেন যে এটা কারসিনোজেকি অর্থাৎ দেহে ক্যান্সার সৃষ্টিকারী কিন্তু গত সপ্তাহেই কেবল এর সুনির্দিষ্ট বিপদের মাত্রার কথা বলা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, যারা স্টাইরিন নিয়ে কাজ করে তাদের লিউকেমিয়া হওয়ার দ্বিগুণ ঝুঁকি থাকে এবং তাদের নাকের ক্যান্সার হওয়ার ঝুঁকি পাঁচগুণ বেশি। ডেইলি মেইল অন লাইনে গত ৩১ মে এ গবেষণাটির সারসংক্ষেপ প্রকাশ করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, মানুষ স্টাইরিনের ছোঁয়ায় আসে পরিবেশ থেকে। আবার প্রিন্টার, ফটোকপিয়ারের সাথে যারা কাজ করে এবং সিগারেট পান করে তারাও স্ট্রাইরিনের ক্ষতিকর প্রভাবে প্রভাবিত।" (সুত্র ঃ দৈঃ নয়াদিগন্ত , june 02, 2018) 
Title: Re: one-time plastic cup
Post by: sanjida.dhaka on June 05, 2018, 03:19:59 PM
informative post
Title: Re: one-time plastic cup
Post by: Jannatul Ferdous on June 06, 2018, 01:46:20 PM
informative post. we are using this dangerous products without knowing.
Title: Re: one-time plastic cup
Post by: Naznin.Tania on June 09, 2018, 11:21:41 AM
Thanks for the information. Daily we are using a very harmful thing & we should be careful.