Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: nafees_research on June 06, 2018, 01:27:33 AM

Title: মাশরাফি ও সাকিবদের হেড কোচ হলেন স্টিভ রোডস!
Post by: nafees_research on June 06, 2018, 01:27:33 AM
মাশরাফি ও সাকিবদের হেড কোচ হলেন স্টিভ রোডস!

চান্দিকা হাথুরুসিংহে বিদায়ের পর টাইগারদের হেড কোচ নিয়ে চলছিলো নয় ছয়। অবশেষে সব নাটকের সমাপ্তি ঘটিয়ে মাশরাফি ও সাকিবদের প্রধান কোচ হিসাবে দায়িত্ব নিতে বৃহস্পতিবার বা শুক্রবার ঢাকা আসছে সাবেক ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান স্টিভ রোডস।

কোচ নিয়োগের এই সংক্ষিপ্ত তালিকায় একজন করে অস্ট্রেলিয়ান, ইংলিশ ও দক্ষিণ আফ্রিকানের নাম আছে বলে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

Source: http://www.bdmorning.com/sports/%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7/379126/