Daffodil International University

Faculty of Science and Information Technology => Environmental Science and Disaster Management => Topic started by: Mashud on June 21, 2018, 01:12:00 PM

Title: কুকুরে তাড়া করলে যা করবেন
Post by: Mashud on June 21, 2018, 01:12:00 PM
রাস্তায় চলতে গেলে কখনো কখনো কুকুরে তাড়া করে। গভীর রাতে বা খুব ভোরে ফাঁকা রাস্তায়ও কুকুরের মুখোমুখি হতে পারেন। তখন কী করবেন? অনেকেই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েন। তাদের জন্য আজ থাকছে কুকুর থেকে বাঁচার সহজ কিছু পথ—

১. ভয় পাবেন না। যথাসম্ভব নির্বিকার থাকুন। তাহলে কুকুরটিও আপনার প্রতি আগ্রহ হারাবে।

২. দৌড়োনোর চেষ্টা করবেন না। তাতে কুকুরটিও উত্তেজিত হবে।

৩. হাঁটার গতি কমিয়ে দিন। প্রয়োজনে একেবারে থেমে যান। কুকুরটি শান্ত হলে ধীরে ধীরে যান।

৪. কুকুরের দিকে পাশ ফিরে দাঁড়ান। তাতে কুকুরটির মনে আপনাকে নিয়ে ভয় তৈরি হবে কম।

৫. কুকুরটির সঙ্গে সরাসরি চোখাচোখি করবেন না। না হলে কুকুরটি আরো হিংস্র হয়ে উঠতে পারে।

৬. দু’হাত বুকের কাছে মুড়ে রাখুন।

৭. হাতে কিছু থাকলে অন্যদিকে ছুড়ে দিন। কুকুরটি সেদিকে ছুটবে।

৮. হাতে কিছু না থাকলে মাটি থেকে মিছামিছি কিছু কুড়ানোর ভঙ্গি করে অন্যদিকে ছুড়ে দিন।

৯. স্পষ্টভাবে আত্মবিশ্বাসের সঙ্গে কুকুরটিকে বলুন, ‘যা’ কিংবা ‘না’।

১০. আপনি যথাযথ আচরণ করলে সচরাচর কুকুরের কাছ থেকে ভয়ের কিছু নেই।
Title: Re: কুকুরে তাড়া করলে যা করবেন
Post by: Md. Siddiqul Alam (Reza) on July 10, 2018, 12:44:43 PM
Helpful post.
Title: Re: কুকুরে তাড়া করলে যা করবেন
Post by: Raisa on July 14, 2018, 08:48:53 AM
useful
Title: Re: কুকুরে তাড়া করলে যা করবেন
Post by: Mst. Sharmin Akter on August 30, 2018, 02:56:51 PM
  :)
Title: Re: কুকুরে তাড়া করলে যা করবেন
Post by: zahid.eng on October 06, 2018, 01:57:31 PM
thank you.