Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: Md. Sazzadur Ahamed on July 02, 2018, 01:53:37 PM
-
প্রাতিষ্ঠানিক সাইবার নিরাপত্তায় নতুন সফটওয়্যার ‘রিভ এন্ডপয়েন্ট সিকিউরিটি’ উন্মুক্ত করেছে দেশি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান রিভ অ্যান্টিভাইরাস। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যানসমওয়্যারসহ সাম্প্রতিক সময়ের বিভিন্ন ম্যালওয়্যার সুরক্ষায় নতুন সফটওয়্যারটি কাজ করবে। এতে আছে রিমোট ইনস্টলেশন, আপডেট, স্ক্যানিং ও মেশিন লার্নিং প্রযুক্তি।
রিভ কর্তৃপক্ষ জানিয়েছে, রিভ এন্ডপয়েন্ট সিকিউরিটি ব্যবহারে অফিসের যাবতীয় হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবস্থাপনা একক কনসোলে চলে আসে। ফলে নেটওয়ার্কে যেকোনো পরিবর্তন করামাত্র অ্যাডমিন সহজে জানতে পারেন।
রিভ অ্যান্টিভাইরাসের প্রধান নির্বাহী সঞ্জিত চ্যাটার্জি জানান, প্রাতিষ্ঠানিক তথ্যের নিরাপত্তার জন্য রিভ এন্ডপয়েন্ট সিকিউরিটির তথ্য ও বিন্যাস সংরক্ষণে ক্লাউড এবং কনসোলের মিশ্রণ করা হয়েছে। এতে সহজে অ্যাপ্লিকেশন বন্ধ রাখা বা বিভিন্ন ক্যাটাগরি বন্ধ রাখা যায়। রিভ এন্ডপয়েন্ট সিকিউরিটির ওয়েব কন্ট্রোলিং শক্তিশালী। যেকোনো প্রতিষ্ঠানের জন্য বিনা মূল্যে সফটওয়্যার পরীক্ষা করার সুযোগ রেখেছে রিভ। ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে।
-
thanks for the sharing
-
thanks for sharing