Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: nusratjahan on July 10, 2018, 10:29:12 AM

Title: কিবোর্ডে আঙ্গুলের তাপ: হ্যাকারের কবলে পাসওয়ার্ড
Post by: nusratjahan on July 10, 2018, 10:29:12 AM
কিবোর্ডে গ্রাহকের আঙ্গুলের তাপ পরিমাপ করেই সেখান থেকে পাসওয়ার্ড চুরি করতে পারেন হ্যাকাররা, এমনটাই উঠে এসেছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকদের চালানো এক জরিপে।

“আপনি যদি পাসওয়ার্ড টাইপ করেন এবং সেখান থেকে সরে যান, কেউ একজন আপনার বিষয়ে অনেক কিছু জানতে পারেন।”
এ ধরনের হামলাকে ‘টার্মিনেটর’ নাম দিয়েছেন গবেষকরা। এর মাধ্যমে গ্রাহকের টেক্সট, কোড এমনকি ব্যাংকিং পিন নাম্বার হাতিয়ে নিতে পারেন হ্যাকাররা, বলা হয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদনে।

এই হামলার জন্য হ্যাকারের দরকার শুধু এমন জায়গায় একটি থার্মাল ক্যামেরা, যা দিয়ে তিনি গ্রাহকের কিবোর্ড স্পষ্ট দেখতে পাবেন। ফুটেজ থেকে আক্রান্তের চাপা ‘কি’ গুলো শনাক্ত করে সেখান থেকে ভিন্ন ভিন্ন কোড বানানো যেতে পারে।

পরীক্ষার সময় ৩১ জন অংশগ্রহণকারী চার ধরনের কিবোর্ডে পাসওয়ার্ড লিখেছেন। এরপর থার্মাল ক্যামেরার ফুটেজ থেকে বিশেষজ্ঞ নন এমন আটজন ব্যক্তিকে অংশগ্রহণকারীদের চাপা ‘কি’ গুলো বের করতে বলা হয়।

ফলাফলে দেখা গেছে কিবোর্ড চাপার পর ৩০ সেকেন্ড পর্যন্ত ওই ব্যক্তিরা তা ঠিকভাবে শনাক্ত করতে পেরেছেন।

প্রযুক্তি ডেস্ক,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Title: Re: কিবোর্ডে আঙ্গুলের তাপ: হ্যাকারের কবলে পাসওয়ার্ড
Post by: Nusrat Jahan Bristy on July 10, 2018, 01:26:05 PM
Good post
Title: Re: কিবোর্ডে আঙ্গুলের তাপ: হ্যাকারের কবলে পাসওয়ার্ড
Post by: rezwana on July 11, 2018, 10:43:14 AM
 :o ::)