Daffodil International University

Faculties and Departments => Business & Entrepreneurship => Business Administration => Topic started by: nafees_research on July 12, 2018, 05:11:56 PM

Title: গ্রামীণফোন ও ব্যাংক এশিয়া মিলে আনল ডিভাইস ফিন্যান্সিং সুবিধা
Post by: nafees_research on July 12, 2018, 05:11:56 PM
গ্রামীণফোন ও ব্যাংক এশিয়া মিলে আনল ডিভাইস ফিন্যান্সিং সুবিধা

গ্রাহকদের ফোরজি হ্যান্ডসেট ক্রয়ে সহায়তা দিতে ডিভাইস ফিন্যান্সিং স্কিম ‘লোন দিয়ে ফোন’ সুবিধা নিয়ে এসেছে গ্রামীণফোন ও ব্যাংক এশিয়া। এ স্কিমের আওতায় গ্রাহকরা ব্যাংক এশিয়ার সহজ ঋণ সুবিধা নিয়ে ফোরজি ফোন কিনে নয় মাসের কিস্তিতে ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। গতকাল মিরপুরে গ্রামীণফোন সেন্টারে এ ফিন্যান্সিং স্কিম চালু করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে মাত্র ১৯ শতাংশ মানুষ ব্যাংকিং সুবিধা ভোগ করে। ডিভাইস ফিন্যান্সিং সুবিধা এখানে সম্পূর্ণ নতুন ধারণা। দেশে ব্যাংক থেকে সর্বনিম্ন ৫০ হাজার টাকা ব্যক্তিগত ঋণ গ্রহণ করা যায়। গ্রামীণফোন ও ব্যাংক এশিয়া নতুন এ উদ্যোগ গ্রহণের ফলে এখন হ্যান্ডসেট কেনার জন্য এ পরিসীমার নিচেও ঋণ গ্রহণ করা যাবে।

এ বিষয়ে গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ইকোসিস্টেম গড়ে তুলতে গ্রামীণফোন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আমাদের গ্রাহকদের কাছে স্মার্টফোনের সহজলভ্যতা ইন্টারনেট ও ডিজিটাল সেবার পূর্ণ সুবিধা লাভ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। চাহিদা অনুযায়ী মানসম্পন্ন স্মার্টফোন কেনার ক্ষেত্রে গ্রাহকদের অনেক সময় আর্থিক সহায়তা দরকার হয়। সুবিধাবঞ্চিত সমাজ এবং সবচেয়ে প্রয়োজনীয় জিনিসের সঙ্গে গ্রাহকদের সংযোগ স্থাপনের মাধ্যমে সামাজিক ক্ষমতায়নের যে প্রতিশ্রুতি আমাদের রয়েছে, তার কথা মাথায় রেখে গ্রামীণফোন ও ব্যাংক এশিয়া এ অফার নিয়ে এসেছে।

ব্যাংক এশিয়া লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ জহিরুল আলম বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত সুবিধাবঞ্চিতদের আনুষ্ঠানিক আর্থিক ও ডিজিটাল সেবা গ্রহণে সুবিধাদানের ক্ষেত্রে এ উদ্যোগ দেশের ভিন্ন ব্যবসায়িক খাতের স্বনামধন্য দুটি প্রতিষ্ঠানের জন্যই একটা বিশাল সুযোগ। আর্থিক ও ডিজিটাল অন্তর্ভুক্তি অর্জনে এটা খুবই অভিনব একটা উদ্যোগ।

Source: http://bonikbarta.net/bangla/news/2018-07-05/163207/%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%E0%A6%A3%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%93-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95-%E0%A6%8F%E0%A6%B6%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%86%E0%A6%A8%E0%A6%B2-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B8-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BE/