Daffodil International University

Faculty of Engineering => Textile Engineering => Topic started by: Reza. on July 17, 2018, 12:42:36 AM

Title: The bitter truth.
Post by: Reza. on July 17, 2018, 12:42:36 AM
মানুষ কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে। কিন্তু এইটা সাস্থের জন্য ক্ষতিকর। পানি সাস্থের জন্য ভাল। কিন্তু আমরা পানির থেকে কোল্ড ড্রিঙ্কসই বেশী পছন্দ করি। সাধারণ পানি আমাদের কাছে পানসে মনে হয়।
একই ভাবে শাক সব্জির থেকে আমরা মাংস খেতে বেশী পছন্দ করি। কেননা শাক সব্জি খেতে আমাদের পানসে লাগে।
অর্থাৎ আমাদের কাছে ভাল ও উপকারি খাবারগুলো পানসে মনে হয়।

একইভাবে দেশ ও সমাজের জন্য ভাল হল সৎ ও সত্যবাদী মানুষ। কিন্তু তাদেরকে আমাদের কাছে পানসে মনে হয়। আমাদের পছন্দ হল যারা চাটুকার তাদেরকে। মিথ্যাবাদীরাই কিভাবে যেন আমাদের প্রিয়পাত্র হয়ে উঠে।

কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় ভাল লাগে। কিন্তু ভবিষ্যতে এটি সাস্থের ক্ষতির কারণ হয়। ঠিক সেই রকম চাটুকার ও মিথ্যাবাদীদের সময়ের জন্য ভাল লাগলেও এরা দেশ ও দশের ক্ষতির কারণ হয়।
Title: Re: The bitter truth.
Post by: parvez.te on July 17, 2018, 01:09:21 PM
Nice Writing, sir....
Title: Re: The bitter truth.
Post by: Reza. on August 03, 2018, 09:45:28 AM
Thank you.
Title: Re: The bitter truth.
Post by: tokiyeasir on August 04, 2018, 09:08:49 AM
Good write up
Title: Re: The bitter truth.
Post by: Kazi Rezwan Hossain on August 09, 2018, 03:51:04 PM
Thanks for sharing
Title: Re: The bitter truth.
Post by: drrana on September 16, 2018, 05:49:51 PM
good one
Title: Re: The bitter truth.
Post by: Reza. on October 20, 2018, 01:56:27 AM
Thank you.