Daffodil International University
Faculty of Humanities and Social Science => Development Studies => Career and Development => Topic started by: Md. Fouad Hossain Sarker on July 17, 2018, 10:10:46 AM
-
পাঁচ সরকারি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ৭৬৭ কর্মকর্তা নেওয়া হবে। এসব ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, প্রবাসীকল্যাণ ব্যাংক লিমিটেড। এই পাঁচ ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে মোট ৭৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। নিয়োগের বিষয়টি দেখছে বাংলাদেশ ব্যাংক গঠিত ব্যাংকার্স সিলেকশন কমিটি।
For details:
http://www.prothomalo.com/bangladesh/article/1531171/সরকারি-৫-ব্যাংক-নেবে-৭৬৭-কর্মকর্তা