Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: nusratjahan on July 17, 2018, 02:03:57 PM

Title: ২৭ জুলাই শতাব্দির দীর্ঘতম চন্দ্রগ্রহণ
Post by: nusratjahan on July 17, 2018, 02:03:57 PM
পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করে। পৃথিবীপৃষ্ঠের কোন দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে বলা হয় চন্দ্রগ্রহণ।

চলতি মাসেই শতাব্দীর দীর্ঘতম পূর্ণ চন্দ্রগ্রহণ হবে বলে জানিয়েছে ‘মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস’(এমওইস)। আগামী ২৭ জুলাই এই পূর্ণ দীর্ঘতম চন্দ্রগ্রহণ হবে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।

শনিবার (১৪ জুলাই) সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাত ১২টা নাগাদ গ্রহণ শুরু হলেও পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢেকে যাবে রাত ১টার দিকে। তার পরে প্রায় ২ ঘণ্টা ৪৩ মিনিট পর থেকে আবারও মুখ দেখাতে শুরু করবে চাঁদ।

জুলাইয়ের ২৭-২৮ তারিখ, পৃথিবী থেকে তার সাধারণ দূরত্বের তুলনায়, অনেকটাই দূরে থাকবে চাঁদ। এবং তার গতিও হবে ধীর।

সবশেষ ২০০০ সালের ১৬ জুলাই দীর্ঘতম চন্দ্রগ্রহণ হয়েছিল। সময় ছিল ১ ঘণ্টা ৪৬ মিনিট। এই শতাব্দীতে এর আগে এমন লম্বা পূর্ণ চন্দ্রগ্রহণ হয়েছিল ২০১১ সালের ১৫ জুন। সময় ছিল ১ ঘণ্টা ৪০ মিনিট।
Title: Re: ২৭ জুলাই শতাব্দির দীর্ঘতম চন্দ্রগ্রহণ
Post by: rakib.cse on July 17, 2018, 02:07:51 PM
 :)
Title: Re: ২৭ জুলাই শতাব্দির দীর্ঘতম চন্দ্রগ্রহণ
Post by: Nusrat Jahan Bristy on July 17, 2018, 02:42:49 PM
 :)
Title: Re: ২৭ জুলাই শতাব্দির দীর্ঘতম চন্দ্রগ্রহণ
Post by: rezwana on July 17, 2018, 09:23:23 PM
 :) :) :) :)