Daffodil International University
Faculties and Departments => Allied Health Science => Topic started by: Tumpa Rani Shaha on July 18, 2018, 02:36:56 PM
-
সারাদিনের রুটিন একসঙ্গে স্ক্রল করে দেখার ফিচার যুক্ত হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্টে। যেমন ক্যালেন্ডার, শেয়ার মার্কেট, ফ্লাইটের সময়, রেস্টুরেন্ট বুক করা, মিটিংয়ের সময়, পণ্য ডেলিভারি নেওয়ার সময় ও রিমাইন্ডার সব কিছুই এখন ‘ভিজুয়াল স্ন্যাপশটে’ একবারেই দেখে নেওয়া যবে।আগামী সপ্তাহ থেকে আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে আগামী সপ্তাহ থেকে পৌঁছাতে শুরু করবে।নতুন কোনো আপডেট এসেছে কিনা তা জানতে অ্যাপটির ডান কোণে থাকা নীল রঙের খালি ইনবক্সের আইকনে ক্লিক করতে হবে।google-meeting-techshohorএছাড়াও, ব্যবহারকারীর পছন্দ হতে পারে এমন ইউটিউব ভিডিওর সাজেশনও দেখাবে গুগল অ্যাসিস্ট্যান্ট। ভ্রমণ করার জন্য কয়টায় বের হওয়া প্রয়োজন তাও জানাবে অ্যাপটি।মূলত ব্যবহারকারীদের তথ্য নেওয়ার জন্যই ভয়েস অ্যাসিস্ট্যান্টকে আরও অত্যাধুনিক করে তুলতে মরিয়া গুগল। সব ধরণের সেবা একই জায়গায় আনার ফলে এখন থেকে ব্যবহারকারীর দৈনন্দিন কাজ কর্মের সব তথ্য একত্রেই পেয়ে যাবে গুগল।
ref: http://techshohor.com
-
Thanks for sharing.